ভাঙড়, 20 মে:ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ৷ পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ এবং গাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে ৷ তাঁকে ঘিরে ধরে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয় ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ভাঙড় থানার সামনে । পরে পুলিশ উত্তেজিত তৃণমূল কর্মীদের হটিয়ে দিয়ে বিধায়ককে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় । ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন ভাঙড়ে গিয়েছিলেন বিধায়ক ৷ প্রথমে ভাঙড়-2 ব্লকের বিডিয়ো অফিসে গিয়ে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন নওশাদ সিদ্দিকী । এরপর তিনি যান ভাঙড় থানায় । সেখানে বেশ কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে আসতেই 'গো-ব্যাক' স্লোগান দিতে থাকেন একদল তৃণমূল কর্মী সমর্থক ।
আরও পড়ুন:গ্রামের মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসানসোলে সায়নী ঘোষ
নওশাদ গাড়িতে উঠতেই তাঁর গাড়ি ঘিরে ধরেন একদল তৃণমূল কর্মী সমর্থক । এরপর তাঁর উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । পরে অবশ্য ভাঙড় থানার পুলিশ উত্তেজিত তৃণমূল কর্মীদের সরিয়ে দেয় ।