পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cut Money: কাটমনি নিলেই শাস্তি, স্থানীয় তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি উপপ্রধানের - বাসন্তী

কাটমানি (Cut Money) নিয়ে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন বাসন্তী (Basanti) ব্লকের তৃণমূলের উপপ্রধান গৌড় সর্দার (Gour Sardar) । কেউ কাটমানি নিলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ৷

TMC leader warned local leadership about cut money
কাটমনি নিয়ে স্থানীয় নেতৃত্ব ও সদস্যদের হুঁশিয়ারি উপপ্রধানের

By

Published : Aug 11, 2021, 8:04 PM IST

বাসন্তী, 11 অগস্ট :সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি (Cut Money) নেওয়া যাবে না । এমনই কড়া ভাষায় দলীয় সদস্যদের সতর্ক করলেন বাসন্তী (Basanti) ব্লকের তৃণমূলের উপপ্রধান গৌড় সর্দার (Gour Sardar)। দলের অনেকেই এর আগে কাটমানি নিয়েছেন বলে তাঁর কাছে খবর রয়েছে বলেও জানান তিনি ৷

বিভিন্ন সময়ে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে হোক বা নেতাদের নাম করে, বিভিন্ন সময়ে সাধারণ মানুষের থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শাসক শিবিরের বুথ সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে । এ ভাবে আর টাকা নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন বাসন্তীর তৃণমূল উপপ্রধান গৌড় সর্দার। কেউ তা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:সামাজিক উন্নয়নের স্বীকৃতি, রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত মমতা

প্রকাশ্য জনসভায় বাসন্তী ব্লকের মসজিদ বাটি অঞ্চলের তৃণমূল সভাপতি ও উপপ্রধান গৌড় সর্দার বলেন, “অনেকেই আমাদের নাম করে, কখনও আমার নাম করে দশ-বিশ হাজার টাকা করে তুলেছে । আমি পরিষ্কার করে বলছি, এই টাকা সম্পূর্ণ জনগণের । কোনও নেতা, সদস্য, কর্মী কেউ টাকা চাইলে কেউ টাকা দেবেন না । সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সাধারণ মানুষের প্রাপ্য । এর জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই । কেউ টাকা চাইলে জনগণকে বলব থানায় গিয়ে অভিযোগ করুন । আমরা ব্যবস্থা নেব । কাউকে ছেড়ে কথা বলা হবে না ।”

আরও পড়ুন:Modi-Dhankhar Meeting : দিল্লিতে মোদির দরবারে ধনকড়, ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি রাজ্য়পালের

দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূলের উপপ্রধান

তৃণমূল উপপ্রধানের এই হুঁশিয়ারিতে বেশ অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব । তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি দলের অন্দরে । স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দিতে হয়েছে শাসক দলের বিভিন্ন নেতৃত্বকে । তৃণমূল উপপ্রধানের এই মন্তব্য তাঁদের পক্ষে অত্যন্ত সদর্থক ইঙ্গিত বলেই মনে করছেন এলাকাবাসী । শুধু তাই নয়, যাঁদের টাকা অন্যায়ভাবে নেওয়া হয়েছে সেই টাকাও যাতে ফিরিয়ে দেওয়া যায়, তার চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন তৃণমূল উপপ্রধান ।

ABOUT THE AUTHOR

...view details