পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলকে ভোট দিয়ে মিলল বিরিয়ানি ! - loksabha

তৃণমূলকে ভোট দিলেই ভোটাররা পাচ্ছেন এক প্যাকেট বিরিয়ানি ।

বিরিয়ানির লাইনে ভোটাররা

By

Published : May 19, 2019, 7:33 PM IST

Updated : May 19, 2019, 7:38 PM IST

জয়নগর, 19 মে : কয়েকটি হাঁড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি । সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে । তবে খাওয়ার সৌভাগ্য নেই সবার । বিরিয়ানি পেতে গেলে টিপতে হত EVM-র 3 নম্বর বোতাম । ভোট দিতে হবে তৃণমূলকে ! বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার জন্যই নাকি এই ব্যবস্থা । ঘটনাটি জয়নগর লোকসভা কেন্দ্রের ঘুঁটিয়ারি শরিফ BM বিদ্যাপীঠের ।

ভোটারদের প্রভাবিত করার জন্য বাঁশরা অঞ্চলের পূর্তের সঞ্চালক সিরাজ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্ব । অভিযোগ অস্বীকার করলেও ETV ভারতের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি । ভোট দিয়ে বেরিয়ে বাড়ি না গিয়ে ভোটাররা লাইন দিচ্ছেন বিরিয়ানির প্যাকেট নেওয়ার লাইনে ।

ভোটারদের দেওয়া হচ্ছে বিরিয়ানি : দেখুন ভিডিয়ো

ভোটাররা বললেন, "তৃণমূলের তরফে বলা হয়েছে, ওদের ভোট দিলেই পাওয়া যাবে বিরিয়ানি । তাই আমরা তৃণমূলকে ভোট দিয়েছি ।" আবার কেউ কেউ বললেন, "বিরিয়ানি নেব বলে তৃণমূলে ভোট দিলাম ।"

Last Updated : May 19, 2019, 7:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details