কাকদ্বীপ, 12 জুলাই: বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল দুর্নীতির । আমফানে ক্ষতিগ্রস্তদের ঠিক মতো তালিকা তৈরি করা হয়নি । যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁরা ক্ষতিপূরণ পাচ্ছেন না । বরং পার্টির মদতে বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই সুবিধা পাচ্ছেন । এমন অভিযোগেই শনিবার রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয়রা বিক্ষোভ জানায় । ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামের ঘটনা ঘিরে যুযুধান দুই পক্ষ তৃণমূল ও BJP-র মধ্যে অভিযোগ, পালটা অভিযোগ চরমে উঠেছে ।
রবিবার সকালে সেই ভাঙচুরের বদলা নিতে তৃণমূল আশ্রিত বেশ কয়েক জন গ্রামবাসীদের উপর চড়াও হয় । মারধর করা হয় গ্রামেরই কয়েকজনকে । স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের গুন্ডাদের হামলায় কয়েকজন গ্রামবাসীর আঘাত বেশ গুরুতর । যদিও এমন সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ।
তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ তৃণমূল অভিযোগ উড়িয়ে দিলেও হামলা, পালটা হামলা, বেশ কিছুদিন ধরে জমে থাকা দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে পথে নেমেছে BJP । পুরো ঘটনার জন্য তৃণমূলকে দায়ি করে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তাঁরা । অবিলম্বে তৃণমূল আশ্রিতদের শাস্তি দেওয়া না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুমকিও দিয়েছে BJP । তাদের তরফে অভিযোগ, রাজ্যজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল নিজেদের স্বার্থে গোটা রাজ্যে জঙ্গল রাজ চালাচ্ছে ।
আজ BJP-র অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । গেরুয়া শিবিরের দাবি তারা ন্যায্য কারণে সাধারণ মানুষের স্বার্থে পথে নেমেছে । গ্রামের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে BJP-র পাশে রয়েছে । কিন্তু তৃণমূল জমি হারিয়ে যাওয়ার ভয়ে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে । পুলিশের লাঠির ঘায়ে পাঁচজন BJP কর্মী আহত হন । তাদের বেশ কয়েক জন দলীয় কর্মীকে আটক করা হয় বলে BJP-র তরফে জানানো হয়েছে।