পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাতৃভূমি লোকালে প্রহৃত তিন মহিলা কনস্টেবল - train

মাতৃভূমি লোকালে তিন মহিলা কনস্টেবল আক্রান্ত হলেন চার মহিলার হাতে। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

প্রতীকী ছবি

By

Published : Mar 17, 2019, 4:32 AM IST

বারুইপুর, ১৭ মার্চ : মাতৃভূমি লোকালে আক্রান্ত কর্তব্যরত RPF-এর তিন মহিলা কনস্টেবল। কম্পার্টমেন্টে এক মহিলা যাত্রীর থুতু ফেলা নিয়ে বিবাদের সূত্রপাত। কনস্টেবলরা থুতু ফেলার প্রতিবাদ করলে কয়েকজন মহিলা তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধরও করা হয়। ঘটনায় বারুইপুর GRP-তে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত চার মহিলা গ্রেপ্তার হয়েছে।

বারুইপুর GRP-র তরফে জানানো হয়েছে, একজোট হয়ে চার মহিলা যাত্রী কনস্টেবলদের উপর চড়াও হয়। অন্য দুই কনস্টেবল তার প্রতিবাদ করেন। তখন তাদেরও মারধর করা হয়। ইতিমধ্যে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, কোনও এক অজ্ঞাত কারণে ওই তিন মহিলা কনস্টেবলের সঙ্গে চার যাত্রীর বচসা বাধে। কী কারণে বিবাদ তা জানা নেই। ঘটনার পর ওই চারজন মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details