দক্ষিণ 24 পরগনা, 13 এপ্রিল : মঝা নদীতে ভেসেল থেকে পড়ে গিয়েও চালক ও সহযাত্রীদের সহযোগিতায় প্রাণে বাঁচলেন এক যাত্রী ৷ কাকদ্বীপ থেকে সাগরে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ সহদেব মণ্ডল নামে ওই ব্যক্তি ভেসেলের এক ধারে বসে থাকার সময় ঘুমিয়ে পড়েন ৷ আর তখনই ভারসাম্য হারিয়ে মুড়িগঙ্গা নদীতে পড়ে যান ৷ তবে, তিনি ভেসে যাওয়ার আগেই লাইফ জ্যাকেট ও টিউবের সাহায্যে তাঁকে ভেসেলে তুলে নেওয়া হয় ৷
চলন্ত ভেসেল থেকে নদীতে পড়ে গেলেন যাত্রী, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ - কাকদ্বীপ
সহদেব মণ্ডল পেশায় পান চাষি ৷ আজ সকালে পান বিক্রি করার জন্য কাকদ্বীপের পান বাজারে যান ৷ অসাবধানতাবশত ভেসেলে ঘুমিয়ে পড়ায় নদীতে পড়ে যান ৷ তখনই অন্যান্য যাত্রী ও ভেসেল চালকের তৎপরতায় জলে টিউব ও লাইফ জ্যাকেট ছুঁড়ে দিয়ে তাঁকে প্রাণে বাঁচানো হয় ৷
আরও পড়ুন : দক্ষিণ 24 পরগনার ভোটকেন্দ্রগুলোতে ড্রোন উড়িয়ে নজরদারি
সহদেব মণ্ডল পেশায় পান চাষি ৷ আজ সকালে পান বিক্রি করার জন্য কাকদ্বীপের পান বাজারে যান ৷ তাঁর বাড়ি সাগরের শিকারপুরে ৷ আজ বাড়ি ফেরার পথে কাকদ্বীপের 8 নং ঘাট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে 2টো 45 মিনিটে ভেসেলে ওঠেন তিনি ৷ অসাবধানতাবশত ভেসেলে ঘুমিয়ে পড়ায় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান ৷ তখনই অন্যান্য যাত্রী ও ভেসেল চালকের তৎপরতায় জলে টিউব ও লাইফ জ্যাক ছুড়ে দিয়ে তাঁকে প্রাণে বাঁচানো হয় ৷ এর পর ভেসেলের চালক ও অন্যান্য সহযাত্রীরা তাঁকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে ৷