পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্য ফেরত শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার বারুইপুরে - ভিনরাজ্য ফেরত শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

বারুইপুরের একটি নির্মীয়মাণ আবাসনের পাঁচতলা থেকে আজ সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ঝুলন্ত দেহ উদ্ধার
ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Sep 3, 2020, 10:30 PM IST

বারুইপুর, 3 সেপ্টেম্বর: নির্মীয়মাণ আবাসন থেকে ভিনরাজ্য ফেরত শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চক্রবর্তী পাড়ার ঘটনা। মৃতের নাম সেলিম শেখ(34)।

বারুইপুরের একটি নির্মীয়মাণ আবাসনের পাঁচতলা থেকে আজ সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা ৷ মাস দুয়েক আগে বারুইপুর এলাকায় কাজে আসে । বুধবার রাতেও সকলের সঙ্গে কথা হয়। আজ সকালে ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে ৷ বারুইপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এই নির্মীয়মাণ আবাসনেই কাজ করত ওই যুবক

আত্মহত্যা নাকি খুন তানিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ইতিমধ্যেই মৃত ওই যুবকের সঙ্গীদের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ। মুর্শিদাবাদে মৃতের বাড়িতেও খবর পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details