পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: ডায়মন্ডহারবারে তৃণমূল-বিজেপি হাতাহাতি, মহিলা কর্মীদের আক্রমণের অভিযোগ শুভেন্দুর - রাজ্যের বিরোধী দলনেতা

শনিবার ডায়মন্ডহারবারে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল ৷ এই সভা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা (Leader of Opposition Suvendu Adhikari) ?

Suvendu Adhikari
ETV Bharat

By

Published : Dec 4, 2022, 8:17 AM IST

Updated : Dec 4, 2022, 9:45 AM IST

কলকাতা, 4 নভেম্বর: একশোটিরও বেশি গাড়ি ভাঙচুর হয়েছে ৷ এছাড়া 150 জন মহিলা বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে ৷ শনিবার ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে বিজেপি জনসভা করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সেই সভায় আক্রমণ চালানোর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ আক্রান্তদের মধ্যে 50 জন মহিলা গুরুতর জখম হয়েছেন ৷ যাঁদের মধ্যে 6 জনকে হাসপাতালে ভরতি করতে হয়েছে ৷ এখনও পর্যন্ত একজনের খোঁজ পাওয়া যায় না ৷

গেরুয়া শিবিরের এই জনসভায় আসতে 20 হাজার কর্মীকে বাধা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছেন বিধায়ক উমিকা রাই ৷ এদিন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধে পরিস্থিতি কী আকার ধারণ করেছিল, তা জানালেন শুভেন্দু অধিকারী (WB LoP, Suvendu Adhikari on clash between TMC & BJP workers) ৷

আরও পড়ুন: মমতার কায়দায় মানুষের দরজায়, পূর্ব মেদিনীপুরে অভিষেকের পদক্ষেপে তৃণমূল নেত্রীর ছায়া

শনিবার শুভেন্দুর গড় কাঁথিতে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল ৷ অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের লাইট হাউজের মাঠে বিজেপির পালটা জনসভা হয় ৷ এখানে মূল বক্তা ছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিধায়ক দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তৃণমূল-বিজেপি জনসভা নিয়ে শুক্রবার থেকে পারদ চড়ছিল ৷ এদিন বিজেপির মঞ্চে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা, সজল ঘোষ ও অন্যরা ৷

তাঁর আরও অভিযোগ, "একটি গণতান্ত্রিক দেশে এটা গ্রহণযোগ্য নয় ৷ মিথ্যে মামলায় কয়েকজনকে আটক করা হয়েছে ৷ এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি ! আমাদের জেলাসভাপতি গিয়ে বিষয়গুলি সমাধান করবেন ৷"

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কাঁথিতে গিয়ে জনসভা করেন ৷ সেখানে তিনি স্থানাীয়দের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ জানার চেষ্টা করেন ৷ 'এক ডাকে অভিষেক'-এর ঘোষণা করেন কাঁথির মঞ্চ থেকে ৷ কেউ কোনও সমস্যায় পড়লে সংশ্লিষ্ট নম্বরে ফোন করে বিষয়টি তৃণমূল সাংসদকে জানাতে পারে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, তাঁর মধ্যে মমতার ছায়া প্রতিফলিত হচ্ছে ৷

আরও পড়ুন: তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য সজল-অগ্নিমিত্রার

Last Updated : Dec 4, 2022, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details