পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্ক পরতে বলায় ক্যানিং মহকুমা হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর - মাস্ক

হাসপাতালের তরফে অভিযোগ জানানো হয়েছে, মারুফ মিদ্দে নামে এক রোগীকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকেরা ৷ অভিযোগ পরিবারের সদস্যরা তাঁকে ভিতরে নিয়ে যায় ৷ সেই সময় তাঁদের এক নিকট আত্মীয় মাস্ক ছাড়া হাসপাতালে ঢুকতে যায় ৷ সে সময় নিরাপত্তারক্ষী অশোক মণ্ডল তাকে মাস্ক পরে আসতে বলেন ৷ অভিযোগ কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক অশোক মণ্ডলের চোখে মুখে কিল ঘুষি মারতে শুরু করে ৷

Security guards beaten in Canning Subdivision Hospital
মাস্ক পড়তে বলায় ক্যানিং মহকুমা হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর

By

Published : Jan 30, 2021, 10:15 PM IST

ক্যানিং, 30 জানুয়ারি: মাস্ক পরতে বলায় হাসপাতালের নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করার অভিযোগ এক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ আক্রান্ত নিরাপত্তারক্ষী অশোক মণ্ডল ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ হাসপাতাল কর্তৃপক্ষ ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ৷

হাসপাতালের তরফে অভিযোগ জানানো হয়েছে, মারুফ মিদ্দে নামে এক রোগীকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকেরা ৷ অভিযোগ পরিবারের সদস্যরা তাঁকে ভিতরে নিয়ে যায় ৷ সেই সময় তাঁদের এক নিকট আত্মীয় মাস্ক ছাড়া হাসপাতালে ঢুকতে যায় ৷ সে সময় নিরাপত্তারক্ষী অশোক মণ্ডল তাকে মাস্ক পড়ে আসতে বলেন ৷ অভিযোগ কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক অশোক মণ্ডলের চোখে মুখে কিল ঘুষি মারতে শুরু করে ৷ তৎক্ষণাৎ সেখানে রক্তাক্ত অবস্থায় অশোক মণ্ডল মাটিতে লুটিয়ে পড়েন ৷ তাঁকে উদ্ধার করতে হাসপাতালের অন্যান্য় নিরাপত্তারক্ষী, নার্সরা ছুটে আসতেই অভিযুক্ত ওই যুবক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ৷ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত উদ্ধার, গ্রেপ্তার 3

প্রসঙ্গত, সম্প্রতি ক্যানিং মহকুমা হাসপাতালে শিশু চুরির ঘটনা ঘটছিল ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে আলোচনা করে হাসপাতালে নিরাপত্তার কড়াকড়ি শুরু করে ৷ পরিচয়পত্র ছাড়া কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ এমনকি হাসপাতালের পার্কিংয়ে বাইরের গাড়িও রাখতে দিচ্ছে না পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ঘটনার নিন্দা করেছেন ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details