সাগর, 10 মে : আজ মমতার মন্ত্রীসভার শপথগ্রহণ ৷ রাজ্য মন্ত্রীসভায় স্থান পেতে চলেছেন দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । গত বিধানসভা নির্বাচনে বঙ্কিমবাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ কামিলাকে 86 হাজার 614 ভোটে পরাজিত করেন ।
প্রসঙ্গত, 2016 বিধানসভা নির্বাচনে জয়লাভ করে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা রাজ্যের মন্ত্রীসভায় স্থান পেয়েছিলেন । সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা গত দশবছর এই দায়িত্ব সামলে এবারেও কাকদ্বীপ বিধানসভা থেকে জয়লাভ করেন ৷ কিন্তু মন্ত্রীসভায় স্থান পেলেন না তিনি । মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলালেও এবারের মন্ত্রীসভায় স্থান হয়নি তাঁরও ।