পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রী হচ্ছেন বঙ্কিম , আতসবাজি ফাটিয়ে উৎসব সাগরের তৃণমূল কর্মীদের - sagar assembly constituency

সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা আজ রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ এই আনন্দে আতসবাজি ফাটালেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

মন্ত্রী হচ্ছেন বঙ্কিম , আনন্দে আতসবাজি ফাটালেন সাগরের তৃণমূল কর্মীরা
মন্ত্রী হচ্ছেন বঙ্কিম , আনন্দে আতসবাজি ফাটালেন সাগরের তৃণমূল কর্মীরা

By

Published : May 10, 2021, 10:18 AM IST

Updated : May 10, 2021, 10:29 AM IST

সাগর, 10 মে : আজ মমতার মন্ত্রীসভার শপথগ্রহণ ৷ রাজ্য মন্ত্রীসভায় স্থান পেতে চলেছেন দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । গত বিধানসভা নির্বাচনে বঙ্কিমবাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ কামিলাকে 86 হাজার 614 ভোটে পরাজিত করেন ।

প্রসঙ্গত, 2016 বিধানসভা নির্বাচনে জয়লাভ করে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা রাজ্যের মন্ত্রীসভায় স্থান পেয়েছিলেন । সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা গত দশবছর এই দায়িত্ব সামলে এবারেও কাকদ্বীপ বিধানসভা থেকে জয়লাভ করেন ৷ কিন্তু মন্ত্রীসভায় স্থান পেলেন না তিনি । মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলালেও এবারের মন্ত্রীসভায় স্থান হয়নি তাঁরও ।

নিজেদের কেন্দ্র থেকে মন্ত্রী পেয়ে আতসবাজি ফাটিয়ে উৎসব সাগরের তৃণমূল কর্মীদের

আরও পড়ুন :মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

নতুন মন্ত্রী হিসেবে বঙ্কিমচন্দ্র হাজরার নাম প্রস্তাবিত হওয়ায় খুশির হাওয়া গোটা সাগর বিধানসভা জুড়ে । এই আনন্দে তৃণমূল কর্মী-সমর্থকরা রবিবার রাতে রাস্তায় নেমে আতসবাজি ফাটান । জল্পনা চলছে বঙ্কিমবাবু সুন্দরবন উন্নয়নমন্ত্রী হতে পারেন । তিনি যদি সুন্দরবন উন্নয়নমন্ত্রী হন তাহলে সাগরের আমূল পরিবর্তন ঘটবে বলে আশাবাদী সাধারণ মানুষ ।

Last Updated : May 10, 2021, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details