পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rare Fish : ডায়মন্ডহারবার খালে মিলল বিরল প্রজাতির অ্যালিগেটর গার - Alligator Gar found in Diamond Harbour Canal

বিরল প্রজাতির মাছের দেখা মিলল ডায়মন্ডহারবারের ক্রিক খালে ৷ বৃহস্পতিবার লেনিন নগরের ঘাটে একটি অ্যালিগেটর গারকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় ৷ জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমান এই 'কুমির মাছ' দেখতে ৷

Alligator gar Fish
Alligator gar Fish

By

Published : Oct 28, 2021, 8:34 PM IST

ডায়মন্ড হারবার, 28 অক্টোবর : ডায়মন্ডহারবারের ক্রিক খালে মিলল মৃত বিরল প্রজাতির মাছ ৷ পোশাকি নাম অ্যালিগেটর গার ৷ বৃহস্পতিবার সকালে ডায়মন্ডহারবার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের লেনিন নগরের ঘাটে বিশালাকার একটি অ্যালিগেটর গার দেখতে পান স্থানীয় এক মহিলা । গ্রাম বাংলায় চলতি কথায় একে 'কুমির মাছ' বলা হয় ৷ আবার একে জীবন্ত জীবাশ্মও বলা হয়ে থাকে ৷ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ভিড় জমান অদ্ভুত এই মাছ দর্শন করার জন্য ৷

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যালিগেটর গার মূলত বসবাস করে দক্ষিণ আমেরিকা সাগরে । 10 কোটি বছর ধরে কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে । কিন্তু তাদের সমসাময়িক সমস্ত প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছে । তাই এধরনের প্রাণীদের 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়ে থাকে । স্থানীয় কয়েকজন গ্রামবাসীরা মাছটিকে খাল থেকে উদ্ধার করে বন দফতর ও মৎস দফতরের খবর দেন ৷ ডায়মন্ডহারবার-সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত প্রধান এই মাছটিকে শনাক্ত করে জানান, এটি একটি বিরল প্রজাতির অ্যালিগেটর গার ।

কুমির মাছ দেখতে ভিড় জমান স্থানীয়রা

বেশ কয়েক বছর পর দক্ষিণ 24 পরগনার ফের এই মাছের দেখা মিলল ৷ সাড়ে তিন ফুট লম্বা মাছটির ওজন প্রায় 40 কেজি ৷ এখনও পর্যন্ত অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলির বয়স প্রায় 10 কোটি বছর বলেই ধারণা বিজ্ঞানীদের । এই অ্যালিগেটর গারদের দেখতে অনেকটা কুমিরের মতো হয় । সেকারণেই এদের 'কুমির মাছ' বলা হয় । আঁশ খুবই শক্ত হয় এবং বহু দাঁত বিশিষ্ট হয় । এই অ্যালিগেটর গার শিকারী মাছ বলেও পরিচিত ৷ জলে থাকা ছোট ছোট মাছেদের শিকার করে খায় এই মাছ ।

গত বেশ কয়েক বছরে এই প্রথম অ্যালিগেটর গার পাওয়া গেল দক্ষিণ 24 পরগনায়

সুদূর দক্ষিণ আমেরিকার বাসিন্দা এই জলজ ডায়মন্ডহারবারের ক্রিক খালে কীভাবে এল এখন সে প্রশ্নই ঘুরছে এলাকাবাসীর মুখে মুখে । 'কুমির মাছ' দেখতে এদিন খালের ঘাটে ভিড় জমান ছেলে-বুড়ো সকলেই । অনেকে মনে করছেন, যেহেতু খালটি হুগলি নদীর সঙ্গে সংযুক্ত, তাই কোনও ভাবে হয়তো হুগলি নদী থেকেই এই মাছ খালে ঢুকে পড়েছে । কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, সুদূর দক্ষিণ আমেরিকার সাগর থেকে বঙ্গোপসাগরের সংযুক্ত হুগলি নদীতে কি করে এল এই বিরল প্রজাতি মাছ ।

আরও পড়ুন : Digha Fish : দীঘা মোহনায় আবারও ধরা পড়ল তেলিয়া ভোলা মাছ

ABOUT THE AUTHOR

...view details