পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Rescue Cancer Patient: ক্যানিংয়ে পুলিশের মানবিক মুখ, রাস্তা থেকে ক্যানসার আক্রান্তকে চিত্তরঞ্জনে স্থানান্তর - ক্যানিংয়ে রাস্তায় ক্যানসার রোগী

এখানে পুলিশের অন্যরকম ভূমিকা ৷ বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে ভুগতে থাকা ক্যানসার আক্রান্ত রোগীকে ক্যানিং বাজারে ফেলে রেখে চলে যায় ৷ পুলিশ জানতে পেরে রোগীর চিকিৎসার ব্যবস্থা করে (Police Rescue Cancer Patient) ৷

Canning Cancer Patient
ক্যানিংয়ে ক্যানসার রোগী

By

Published : Jul 5, 2022, 2:28 PM IST

ক্যানিং, 5 জুলাই: রাতের অন্ধকারে বাড়ির লোকজন তাঁকে বাজারের মধ্যে ফেলে রেখে চলে যায় । ক্যানসার আক্রান্ত মানুষটাকে দেখে মুখ ফিরিয়েছে পথচলতি মানুষ । এমনকী পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলেও তাঁরা এ বিষয়ে কোনও ব্যবস্থা নেননি । শেষে পুলিশের হস্তক্ষেপে তাঁকে ভর্তি করা হল কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে । এই অমানবিক ছবি ক্যানিং শহরের (Police takes humanitarian steps over cancer patient treatment in Canning) ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং বাজারে । রাতে ষাটোর্ধ্ব ওই ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে কে বা কারা রেখে যায় রাস্তার উপরে । স্থানীয় ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ঘটনাটি পঞ্চায়েতকে জানায় । অভিযোগ, সোমবার সকালের দিকে পঞ্চায়েতের কয়েকজন এসে রাস্তায় পড়ে থাকা রোগীকে দেখে গেলেও কেউই তাঁকে হাসপাতালে ভর্তি অথবা চিকিৎসার জন্য উদ্যোগী হয়নি । সুরাহা না হওয়ায় খবর যায় পুলিশের কাছে ।

আরও পড়ুন : এসটিএফ ও কাঁকসা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার 2 মাদক পাচারকারী

ব্যবসায়ীদের ফোন পেয়ে পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে । তারপর ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ক্যানিং থানার পুলিশ আধিকারিক সৌগত ঘোষের উদ্যোগে এবং পুলিশ অফিসার সৌরভ গুহর তৎপরতায় আপাতত ওই অসুস্থ ব্যক্তিকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে ।

ক্যানিংয়ে রাস্তা থেকে ক্যানসার রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

ওই ব্যক্তির পরিবারের খোঁজ করছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন ক্যানসার রোগী । তাই বাড়ির লোকজন রাস্তার উপর তাঁকে ফেলে রেখে পালিয়ে গিয়েছেন ৷ সারাদিন রোদ-বৃষ্টিতে ভিজে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ় রোগী । তাঁকে দেখে মনে করা হয়েছে, বেশ কয়েক দিন তিনি ঠিকমতো খাননি । পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির চিকিৎসার জন্য সবরকম চেষ্টা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details