কাকদ্বীপ, 22 জানুয়ারি: শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা 2023 । গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় এসেছিল মহারাষ্ট্রের এক বৃদ্ধা (pilgrim drowned in Muriganga river)। গঙ্গাস্নান করে আর বাড়ি ফেরা হল না । গত সোমবার দক্ষিণ 24 পরগনার কচুবেড়িয়া এলসিডি জেটি ঘাটের কাছে মুড়িগঙ্গা নদীতে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায় । এরপর স্থানীয়রা খবর দেয় সাগর থানাতে । পুলিশ এসে অজ্ঞাত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ৷ এরপর বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছিল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ । অবশেষে হ্যাম রেডিয়োর তৎপরতায় বৃদ্ধার পরিচয় জানা গিয়েছে ৷ বৃদ্ধার নাম সিন্ধু অশ্রু জাঙ্গারে (78) বাড়ি মহারাষ্ট্রে।
হ্যাম রেডিয়ো-র তৎপরতায় অবশেষে বৃদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর সদস্যরা ৷ পরিবারের লোকজন রবিবার কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন । বৃদ্ধার মৃতদেহ সনাক্তকরণ করে বৃদ্ধার ছেলে । মৃতদেহ ময়না তদন্তের পর কাকদ্বীপে শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধার । পরিবারের এক সদস্য সোমনাথ গজনন রাম জাঙ্গারে বলেন, "গঙ্গাসাগরে কপিলমুনি দর্শনের জন্য পরিবারের কয়েকজন সদস্যরা আমরা সাগরে আসি । সাগরের স্নান সেরে বাড়ি ফেরার পথে কচুবেরিয়া এলসিডি ঘাটের কাছে আমার কাকিমা নিখোঁজ হয়ে যায় । পরের দিন আমরা সাগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করি ৷ পরিবারের 40 জন সদস্য মিলে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি কাকিমার । আমাদের কাছে হ্যাম রেডিওর এক সদস্য গিয়ে আমার কাকিমার ছবি দেখিয়ে বলে এনাকে চেনেন কিনা । আমরা পরনের জামা কাপড় দেখে সহজেই চিনতে পারি ।"