পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা আত্মসাতের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ - Baruipur

টাকা আত্মসাতের অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বাড়ি ভাঙচুর, বিক্ষোভ
স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বাড়ি ভাঙচুর, বিক্ষোভ

By

Published : Apr 9, 2020, 6:16 PM IST

বারুইপুর, 9 এপ্রিল : স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ বারুইপুর থানা এলাকার মাদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারুইপুর থানার পুলিশ ৷

লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তানজিলা বিবির বিরুদ্ধে ৷ আর এই অভিযোগ নিয়েই আজ সকাল থেকে তাঁর বাড়ি ঘেরাও করেন কয়েকশো মহিলা ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের সামনেই বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ যদিও বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন বিক্ষাভকারীরা ৷ বিক্ষোভকারী এক মহিলা বলেন, নিজেই বাড়ি ভাঙচুর করেছেন তানজিলা ৷

তানজিলা বিবির পরিবারের তরফে বলা হয়, লকডাউনের জেরে কাজে যেতে পারছে না অনেকেই ৷ তাদের ত্রাণ দেওয়ার জন্য এক লাখ টাকা তোলা হয়েছিল ৷ বিক্ষোভকারীদের অভিযোগ ভিত্তিহীন ৷

ঘটনাস্থানে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details