পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জীবনের ঝুঁকি নিয়ে সহযাত্রীর প্রাণ বাঁচাল যুবক - saved

গঙ্গাসাগর থেকে ভেসেলে করে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীতে পড়ে যান অজ্ঞাত পরিচয় এক যুবক । ওই যুবককে জল থেকে উদ্ধার করেন শেখ আতিবুর নামের এক যুবক ।

শেখ আতিবুর

By

Published : Apr 20, 2019, 11:25 PM IST

Updated : Apr 20, 2019, 11:34 PM IST

সাগর, 20 এপ্রিল : জীবনের ঝুঁকি নিয়ে এক সহযাত্রীকে বাঁচাল যুবক । গঙ্গায় ঝাঁপিয়ে ওই সহযাত্রীর প্রাণ বাঁচান ওই যুবক । আজ এই ঘটনাটি ঘটে গঙ্গাসাগর-কাকদ্বীপগামী ভেসেলে ।

গঙ্গাসাগর থেকে ভেসেলে করে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীতে পড়ে যান অজ্ঞাত পরিচয় এক যুবক । ওই যুবককে জল থেকে উদ্ধার করেন শেখ আতিবুর নামের এক যুবক । আতিবুরের বাড়ি গঙ্গাসাগরের কুন্তলা গ্রামে । গঙ্গাসাগর থেকে ভেসেলে করে আতিবুর কাকদ্বীপের লট এইটে ফিরছিলেন । ভেসেল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে নদীতে পড়ে যেতে দেখেন । তা দেখেই ঝাঁপিয়ে পড়েন আতিবুর । নদী সাঁতরে ওই যুবককে মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে ভেসেলে তোলেন ।

দেখুন ভিডিয়ো

এই ঘটনার ভিডিয়ো অন্য যাত্রীরা ফোনবন্দী করেন। অজ্ঞাত পরিচয় ওই যুবককে নতুন জীবন ফিরিয়ে দিতে পেরে খুশি শেখ আতিবুর । আতিবুরের এই ভূমিকায় খুশি ভেসেলের সমস্ত যাত্রীরা । তাঁরা বলেন, ঠিক সময়ে ঝাঁপিয়ে না পড়লে গঙ্গায় তলিয়ে যেতেন ওই ব্যক্তি ।

Last Updated : Apr 20, 2019, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details