ভাঙড়, 15 জুলাই: ভাঙড়ে রাজনৈতিক হিংসার বলি আরও এক । তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ আইএসএফএর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাঠালিয়া এলাকায় । নিহত তৃণমূল কর্মী শেখ মোসলেমের পরিবারের অভিযোগ, ভোটের আগের রাতে ওই তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় । হামলায় তিনি গুরুতর চোট পান ৷ আশংকাজনক অবস্থায় তাঁকে ভরতি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন ছিলেন মোসলেম ৷ শনিবার সকালে বেসরকারি হালপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ।
ঘটনায় অভিযুক্ত আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ । এ বিষয়ে ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, "এই ঘটনার সঙ্গে আইএসএফ কোনওভাবে যুক্ত নয় ৷ তৃণমূলের নিজেদের মধ্যে লড়াইয়ের জেরে এই ঘটনা ঘটেছে । তারা সঠিক তদন্ত করুক এবং উপযুক্তদের শাস্তি দিক ।"
জানা গিয়েছে, মোসলেম ভোগালী 2 নম্বর অঞ্চলের 174 বুথের তৃণমূল সভাপতি ছিলেন । সেই বুথে ভোটের আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে বোরোন তিনি ৷ ভাইপো শেখ ইমদাদুল সঙ্গে ছিলেন তাঁর ৷ তাঁকে নিয়ে হেঁটে পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন 62 বছরের শেখ মোসলেম ।
অভিযোগ, হঠাৎ মাঠের পাশে একটি নির্জন জায়গায় লুকিয়ে থাকা জনা 50 ছেলে তাদের ঘিরে ধরে । নির্বিচারে প্রহার শুরু হয় তাঁর উপর । একা পড়ে যায় ইমদাদুল । কাকাকে বাঁচাতে আরও লোকের সাহায্য দরকার বলে মনে করেন তিনি । তাই দৌড়ে বাড়ি ফিরে ঘটনাটি জানান । সবাই মিলে মিনিট দশেক পর ঘটনাস্থলে গিয়ে দেখে, মাঠ লাগোয়া পুকুরের ধারে একটি ঝোপের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন মোসলেম । কলকাতা ও ভাঙড়ের একাধিক হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত তাঁকে ভরতি করা হয় বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে । সেখানে শনিবার সকাল সাড়ে 6টায় তাঁর মৃত্যু হয় ।