পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baruipur Shootout: বারুইপুরে শুট আউটের ঘটনায় মৃত 2 - বারুইপুর শুট আউট

বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দহে শ্যুটআউট । মৃত্যু হল দুই যুবকের ৷ হামলার কারণ নিয়ে ধোঁয়াশা (Two Dead in Baruipur Shootout) ৷

Baruipur Shootout
বারুইপুরে শুট আউট

By

Published : Dec 7, 2022, 10:56 AM IST

Updated : Dec 7, 2022, 11:39 AM IST

বারুইপুর, 7 ডিসেম্বর:গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল 2 যুবকের। মঙ্গলবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগণার বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামে । মৃত ব্যক্তিদের নাম সাজ্জাত মণ্ডল (48) এবং শারফ উদ্দিন লস্কর (31) ৷ পেশায় কৃষক ৷ ঘটনার পরপরই সাজ্জাতের মৃত্যু হয় । তাঁর বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোড়দা এলাকায় । অন্যদিকে. নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের হিমচি এলাকায় বাসিন্দা শারাফ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন । পরে তাঁরও মৃত্যু হয় (Two Dead in Baruipur Shootout) ।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যাবেলা তাঁরা একটি মেলাতে গিয়েছিলেন ৷ রাত দুটো নাগাদ হঠাৎই বাড়িতে কাছে খবর আসে গুলিবিদ্ধ হয়েছেন তাঁরা । দ্রুত তাঁদেরকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন । সেখানে চিকিৎসকরা সাজ্জাত মণ্ডলকে মৃত বলে জানান । পাশাপাশি গুলিবিদ্ধ যুবক শারফ উদ্দিন লস্করকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে শেষরক্ষা হয়নি । শুট আউটের ঘটনায় বুলাই মণ্ডল নামে একজন যুক্ত আছে বলে মৃত্যুর আগে জানিয়েছিলেন শারফ । এই ঘটনা জানাজানি হতে গ্রামবাসী অভিযুক্ত বুলাইয়ের বাড়ি ভাঙচুরের পাশাপাশি অগিনসংযোগ করা হয় ৷ ঘটনার পর থেকে পলাতক বুলাই ও তার বাড়ির লোকজন ৷ কিন্তু কী কারণে এই হামলা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

বারুইপুরে শুট আউট

আরও পড়ুন:মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ হার মানলেন গুলিবিদ্ধ স্কুল শিক্ষক

জাহাঙ্গীর সরদার নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সাজ্জাদ মণ্ডলের বুকে ও পেটে গুলি লাগে ৷ টাকা নিয়ে বচসার জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে ৷ সাজ্জাত মণ্ডলের দাদা জানান, ওরা রাতে এক জায়গায় বসে মদ্যপান করে ৷ তারপরই এমন ঘটনা ঘটে ৷ এরপর বাড়িতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আসে ৷ ভাই চাষ করত ৷

Last Updated : Dec 7, 2022, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details