ভাঙড়, 24 জুন: পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য ভাঙড়ে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী ৷ শনিবার বিকেলে 1 কোম্পানি বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে ৷ 2023 পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছে এই ভাঙড় ৷ সেই ভাঙড়ে অবশেষে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী ৷ এই এক কোম্পানি বাহিনী ভাঙড় কলেজে থাকবে বলে জানা গিয়েছে ৷ এ দিন বিকালে বাহিনীর গাড়ি ভাঙড় ব্রিজে পৌঁছায় ৷ প্রথমদিনেই রুট মার্চ শুরু করেছে বাহিনী ৷
প্রশাসন সূত্রে খবর, মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই এলাকাগুলিতে বাহিনীর রুটমার্চ হবে আগে ৷ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তা প্রদান করবে বাহিনী ৷ উল্লেখ্য, গত বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের পঞ্চায়েত ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে ৷ সেই মতো প্রথম দফায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রথম দফায় 337 কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল ৷ দু’ধাপে 337 কোম্পানি বাহিনী এখনও পর্যন্ত রাজ্যে পৌঁছেছে ৷
উল্লেখ্য, শুধু ভাঙড় নয় ৷ বীরভূম, হুগলি, বাঁকুড়া, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ ইতিমধ্যে শুরু করেছে ৷ আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চেয়ে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ দ্বিতীয় দফায় রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর চেয়ে আবেদন করেছে ৷ দ্বিতীয় দফায় আরও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য ৷