পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: অশান্ত ভাঙড়ে পৌঁছল 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - নির্বাচন কমিশন

নির্বাচনের আগে ভাঙড়েও পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী ৷ আপাতত 1 কোম্পানি বাহিনী অশান্ত ভাঙড়ে পৌঁছেছে ৷ বাহিনী আপাতত উত্তপ্ত এলাকাগুলিতে রুটমার্চ করবে ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

By

Published : Jun 24, 2023, 5:27 PM IST

Updated : Jun 24, 2023, 6:02 PM IST

ভাঙড়ের অশান্ত এলাকায় আগে রুটমার্চ করবে এই 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভাঙড়, 24 জুন: পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য ভাঙড়ে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী ৷ শনিবার বিকেলে 1 কোম্পানি বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে ৷ 2023 পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছে এই ভাঙড় ৷ সেই ভাঙড়ে অবশেষে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী ৷ এই এক কোম্পানি বাহিনী ভাঙড় কলেজে থাকবে বলে জানা গিয়েছে ৷ এ দিন বিকালে বাহিনীর গাড়ি ভাঙড় ব্রিজে পৌঁছায় ৷ প্রথমদিনেই রুট মার্চ শুরু করেছে বাহিনী ৷

প্রশাসন সূত্রে খবর, মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই এলাকাগুলিতে বাহিনীর রুটমার্চ হবে আগে ৷ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তা প্রদান করবে বাহিনী ৷ উল্লেখ্য, গত বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের পঞ্চায়েত ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে ৷ সেই মতো প্রথম দফায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রথম দফায় 337 কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল ৷ দু’ধাপে 337 কোম্পানি বাহিনী এখনও পর্যন্ত রাজ্যে পৌঁছেছে ৷

উল্লেখ্য, শুধু ভাঙড় নয় ৷ বীরভূম, হুগলি, বাঁকুড়া, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ ইতিমধ্যে শুরু করেছে ৷ আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চেয়ে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ দ্বিতীয় দফায় রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর চেয়ে আবেদন করেছে ৷ দ্বিতীয় দফায় আরও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য ৷

আরও পড়ুন:বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু একজনের, কাঠগড়ায় তৃণমূল

মনোনয়নকে কেন্দ্র করে এই ভাঙড়েই প্রথম প্রাণহানির ঘটনায় ঘটেছিল ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয় ৷ পরবর্তী সময়ে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে ৷ এমনকি রক্তাক্ত হয় উত্তরবঙ্গের চোপড়া ৷ আর বোমাবাজি, বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি, মনোনয়ন ছিনতাই, মনোনয়নের শংসাপত্র ছিনতাই ও প্রার্থী তালিকা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৷ এমনকি আগ্নেয়াস্ত্রের নিশানায় মনোনয়ন প্রত্যাহারের মতো অভিযোগও সামনে এসেছে ৷

আরও পড়ুন:আজই আসছে 315, আরও 485 কোম্পানি বাহিনী চাইল কমিশন

এত অভিযোগের পরেও রাজ্য নির্বাচন কমিশন কার্যত নির্বিকার ছিল ৷ যার পরেই বিরোধী শিবির আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় বাহিনী চেয়ে ৷ কলকাতা হাইকোর্ট প্রয়োজন মতো বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও, তা কার্যকর করেনি কমিশন ৷ পালটা সুপ্রিম কোর্টে যায় তারা ৷ সেখানেও হাইকোর্টের রায় বহাল থাকে ৷ কিন্তু, তারপরেও গা-ছাড়া মনোভাব দেখানোর অভিযোগ ওঠে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৷ যে ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ এবার প্রধান বিচারপতির ভিডিশন বেঞ্চ 822 কোম্পানি বাহিনীর সংখ্যা বেঁধে দেন নির্বাচন পরিচালনার জন্য ৷ সেই নির্দেশের পর অবশেষে রাজ্য ধীরে ধীরে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী ৷

Last Updated : Jun 24, 2023, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details