পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ham Radio : হ্য়াম রেডিয়োর উদ্যোগে চার বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ বৃদ্ধ - সাগর

চার বছর আগে প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের সঙ্গে সাগর মেলায় এসেছিলেন বিহারের বাসিন্দা তুলসী রাজবংশী ৷ হ্যাম রেডিয়োর উদ্যোগে শনিবার বাড়ি ফিরে গেলেন তিনি ৷ প্রিয়জনকে ফিরে পেয়ে খুশি বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা ৷

old man of Bihar return home with the help of Ham Radio
Ham Radio : হ্য়াম রেডিয়োর উদ্যোগে চার বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ বৃদ্ধ

By

Published : Sep 19, 2021, 2:52 PM IST

সাগর, 19 সেপ্টেম্বর :চার বছর আগে সাগরে হারিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজ পেলেন পরিবারের সদস্যরা ৷ প্রশাসনের সহযোগিতায় তাঁকে বাড়িতে ফিরিয়েও নিয়ে গেলেন তাঁরা ৷ সৌজন্যে হ্যাম রেডিয়ো ৷ উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম তুলসী রাজবংশী ৷ বয়স 71 বছর ৷

আরও পড়ুন :হ্য়াম রেডিয়োর উদ্যোগে দেড় মাস পর বাড়ি ফিরল বিহারের নিখোঁজ কিশোর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের সঙ্গে সাগর মেলায় এসেছিলেন বিহারের বাসিন্দা তুলসী ৷ তারপর আর ঘরে ফেরা হয়নি তাঁর ৷ পরিচিতদের থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরেই রয়ে যান তিনি ৷ হঠাৎই তাঁর সন্ধান পায় হ্যাম রেডিয়ো ৷ তুলসীর সঙ্গে কথা বলে হ্যাম রেডিয়োর সদস্যরা বুঝতে পারেন, তিনি মানসিক ভারসাম্যহীন ৷ এরপর শুরু হয় তুলসীর পরিচয় উদ্ধার ও তাঁর বাড়ির সন্ধান ৷ অনেক চেষ্টার পর বিহারে খুঁজে পাওয়া যায় তাঁর পরিবারকে ৷ শনিবার সুন্দরবন জেলা পুলিশ মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধকে ফিরিয়ে দেয় তাঁর পরিবারের কাছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কখনও সৈকতে, কখনও কপিলমুনির মন্দিরের সামনে, কখনও আবার গঙ্গাসাগরের অলিগলিতে উদভ্রান্তের মত ঘুরে বেড়াতে দেখা যেত হিন্দিভাষী এই বৃদ্ধকে ৷ পরনে শতচ্ছিন্ন পোষাক ৷ ঠিকানা জিজ্ঞেস করলে মনে করতে পারতেন না কিছুই ৷ শুধু প্রশ্নকর্তার দিকে তাকিয়ে থাকতেন ফ্যালফ্যাল করে ৷ গত চার বছর ধরে এলাকার মানুষ তুলসীকে এভাবেই দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন ৷ তবে দু’বেলা দু’মুঠো খাবার পেতে খুব একটা অসুবিধা হত না তাঁর ৷ তাতেই চলে যাচ্ছিল দিন ৷

প্রিয়জনকে ফিরে পেয়ে খুশি বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা ৷

গত বৃহস্পতিবার হঠাৎই হ্যাম রেডিয়োর সাগরের প্রতিনিধি দিবস মণ্ডলের নজরে পড়ে যান তিনি ৷ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন দিবস ৷ ব্লক প্রশাসন বৃদ্ধকে একটি ফ্লাড শেল্টারে থাকার ব্যবস্থা করে দেয় ৷ স্থানীয় হরিণবাড়ির একটি ক্লাবের সদস্যরা এই ক’দিন তাঁর খাওয়াদাওয়া ও দেখভালের দায়িত্ব নেন ৷ এদিকে, প্রতিনিধির কাছ থেকে গোটা ঘটনা জানার পরই বৃদ্ধের ছবি নিয়ে তাঁর পরিবারের খোঁজে নেমে পড়ে হ্যাম রেডিয়ো ৷ জানা যায়, উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম তুলসী রাজবংশী ৷ তিনি বিহারের রাজৌলির মহবতপুরের বাসিন্দা ৷ চার বছর আগে হারিয়ে যাওয়া বাবার ছবি দেখে তাঁকে চিনতে পারেন বছর বাইশের ছেলে লালকেশর রাজবংশীও ৷

আরও পড়ুন :শ্যাডো জ়োনে কমিশনের ভরসা হ্যাম রেডিয়ো

শনিবার বৃদ্ধকে ফিরিয়ে নিতে আসেন তাঁর ছেলে ও প্রতিবেশীরা ৷ প্রিয়জনকে খুঁজে পেয়ে খুশি তাঁরা ৷ সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, হ্যাম রেডিয়োর তৎপরতাতেই ওই বৃদ্ধকে চার বছর পর তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে ৷ সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছেই ৷ হ্যাম রেডিয়োর মতো বেসরকারি সংস্থা মাত্র দু’দিনের চেষ্টায় এক অসহায় বৃদ্ধের পরিবারকে ভিনরাজ্য থেকে খুঁজে বের করে ফেলল ৷ তাহলে কি প্রশাসন একটু সজাগ ও তৎপর হলে অসহায় এই মানুষটিকে আগেই তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া যেত না ?

ABOUT THE AUTHOR

...view details