পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত উদ্ধার, গ্রেপ্তার 3 - ঘুটিয়ারি শরিফ থেকে সদ্যজাতকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ

চুরি যাওয়ার প্রায় 11 ঘণ্টা পর ঘুটিয়ারি শরিফ থেকে সদ্যোজাতকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।

thumbnail
thumbnail

By

Published : Jan 26, 2021, 12:45 PM IST

ক্যানিং, 26 জানুয়ারি : ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করল পুলিশ ৷ চুরি যাওয়ার প্রায় 11 ঘণ্টা পর ঘুটিয়ারি শরিফ থেকে সদ্যোজাতকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় কুসুম শেখ ওরফে নাজ়মা, নাজিমুদ্দিন শেখ এবং আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অবশেষে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শিশুটিকে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং হাসপাতালে ভরতি হন রুপাইয়া নাথ ৷ সকাল 7 টা 18 মিনিটে ওই মহিলা একটি কন্যাসন্তানের জন্ম দেন ৷ এরপর সকাল 10টা 10 মিনিটে অপর আরও একটি কন্যাসন্তানের জন্ম দেয়। ক্যানিং থানার বাঁশড়া অঞ্চলের নবপল্লি গ্রামের বাসিন্দা রুপাইয়া। গতকাল রুপাইয়াকে হাসপাতালে ভরতির সময় যারা হাজির ছিল তাদের মধ্যে একজন হল কুসুম শেখ ওরফে নাজ়মা ৷ রুপাইয়া নাথের দিদি।

গতকাল রুপাইয়া নাথের প্রথম সদ্যোজাত কন্যাসন্তানকে ভ্যাকসিন দেওয়ার নাম করে নিয়ে যায় নাজ়মা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফিরে না আসায় রুপাইয়া নাথ তার প্রথম কন্যাসন্তানের খোঁজ শুরু করেন ৷ খোঁজাখুজি শুরু করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও । এরপরই হাসপাতালের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে খবর দেওয়া হয় থানায়। তদন্তে নেমে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে পুলিশ ৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ এরপরই অভিযান চালিয়ে ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে চুরি যাওয়া সদ্যোজাতকে উদ্ধার করে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় কুসুম শেখ ওরফে নাজ়মাকে।

ক্যানিং মহকুমা হাসপাতালে সুপার অপূর্বলাল সরকারের অভিযোগ, ভ্যাকসিন দেওয়ার নাম করে সকলের অলক্ষ্যে লেবার রুম থেকে সদ্যোজাত কন্যাকে নিয়ে চলে যায় নাজ়মা ৷ হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর বিষয়টি প্রথম সামনে আসে । তবে কেন ওই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিল নাজ়মা তা তদন্ত করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details