কুলপি, 2 ডিসেম্বর: আর 5টা সাধারণ দিনের মতোই শনিবার সকালে দিন শুরু করেছিলেন গ্রামের মানুষ ৷ জমির আলপাড় দিয়ে কাজে যাচ্ছিলেন স্থানীয় কৃষকরা ৷ হঠাৎই ধানখেত থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়ান তাঁরা স্থানীয় ৷ সেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে গিয়েই চক্ষু চড়ক গাছ গ্রামের মানুষের ৷ দেখেন ধানখেতের মধ্যে পড়ে রয়েছে এক সদ্যোজাত ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার রাজারামপুর দাস পাড়ার ঘটনা ৷ গ্রামবাসীরা সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে নিজেদের কাছে রাখেন ৷
পুলিশ সূত্রে খবর, আপাতত ওই শিশুটিকে স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে ওই দম্পতি বলেন, "আমরা নিঃসন্তান এবং এই সদ্যোজাতকে নিজের সন্তানের মতো করেই লালন-পালন করতে চাই। ভগবানই হয়ত ওকে আমাদের কাছে পাঠিয়েছেন ৷ ওকে আমরা নিজের সন্তানের মতো করে বড় করতে চাই এবং মানুষের মতো মানুষ করতে চাই।" পাশাপাশি গ্রামবাসীরা আরও দাবি করেছে, এই সদ্যোজাতকে কনকনে শীতে ধানখেতে রেখে দিয়ে কে বা কারা এলাকা থেকে গা ঢাকা দিল, তার তদন্ত শুরু করুক পুলিশ । অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ৷