মগরাহাট, 25 এপ্রিল : অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে লকডাউনের জেরে প্রায় অনাহারে দিন কাটছে কয়েকজন পরিযায়ী শ্রমিকের । দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানা এলাকার কালাবাটচক গ্রামের কয়েকজন শ্রমিক । শ্রমিকেরা বাড়ি ফিরতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যদেরও ৷
অন্ধ্রপ্রদেশে অনাহারে মগরাহাটের পরিযায়ী শ্রমিকরা - Migrant workers of Mograhat
মগরাহাট থেকে কয়েকজন যুবক জরির কাজে অন্ধ্রপ্রদেশের খাম্বাতে যায়। এরপর দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর আটকে পড়েন তাঁরা। অবশ্য ওই পরিযায়ী শ্রমিকেরা সাইকেলে করে অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি ফেরার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশ বিশাখাপটনমের কাছে তাঁদের আটকে দেয়।আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দাবি, অনাহারে দিন কাটছে তাঁদের। এমনকি তাঁদের পরিবারের লোকজন বাড়িতে অসহায়ভাবে রয়েছেন।
মগরাহাট থেকে কয়েকজন যুবক জরির কাজে অন্ধ্রপ্রদেশের খাম্বাতে যায়। এরপর দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর আটকে পড়েন তাঁরা। অবশ্য ওই পরিযায়ী শ্রমিকেরা সাইকেলে করে অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি ফেরার উদ্যোগ নেন। কিন্তু পুলিশ বিশাখাপটনমের কাছে তাঁদের আটকে দেয়। আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দাবি, অনাহারে দিন কাটছে তাঁদের। এমনকী, তাঁদের পরিবারের লোকজন বাড়িতে অসহায়। এভাবে চলতে থাকলে অনাহারে মরতে হবে তাঁদের।
সম্প্রতি দক্ষিণ 24 পরগনার হবিগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় দিল্লিতে। তারপর এমন ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন পরিবারের লোকজন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন এই শ্রমিকদের পরিবারের লোকজন।