নামখানা, 16 জুন: রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তির ছবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । কেবলমাত্র মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই রক্ত ঝড়েছে বাংলায় । মনোনয়নের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত গুলিতে মৃত্যু হয়েছে ছ'জনের । আর তা নিয়ে মুখ খুলতে গিয়ে শুক্রবার বিজেপি, সিপিএমের পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, রাজ্যে শান্তিপূর্ণভাবেই হয়েছে মনোনয়ন পর্ব । কিন্তু বিরোধীরা কেবল কুৎসা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করতে চাইছে বিরোধীরা । তবে এদিন যেভাবে বিজেপি এবং সিপিএমের সঙ্গেই একই গণ্ডিতে কংগ্রেসকেও আক্রমণ করেছেন মমতা, তা নজিরবিহীন বলছে রাজনৈতিক মহল ।
আগামী সপ্তাহেই পটনায় বিরোধী জোটের বৈঠক বসছে । 23 জুন নীতীশ কুমারের ডাকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । বৈঠকে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির মুখোমুখি বসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও । কিন্তু তার কয়েকদিন আগেই কার্যত কংগ্রেসের সঙ্গে আগামী লোকসভা ভোটে কোন সমীকরণে তৃণমূল হাঁটবে তা এদিন মমতার বক্তব্যে স্পষ্ট হল না । তবে কোনওভাবেই যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল একসঙ্গে যাবে না, তার সুর এদিন কাকদ্বীপ থেকে কার্যত বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । একই সঙ্গে কংগ্রেসকে বিজেপির সহযোগী হিসাবেও কটাক্ষ করেন মমতা । তিনি বলেন, "কংগ্রেস তুমি অনেক রাজ্য চালিয়েছ । কংগ্রেস এবং সিপিএম বিজেপির দোসর । শুধু সংসদে আমাদের সাহায্য চায় ।"