পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পের সামনেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিক্রি কুলতলিতে - দুয়ারে সরকার

দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) কুলতলিতে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পের বাইরে চলছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের ফর্ম বিক্রি ৷ ফর্ম ফিল-আপ করে দেওয়ার জন্যও টাকা নিচ্ছেন অনেকে ৷

lakshmir bhandar and other govt projects forms are sold at south 24 parganas
সরকারি ক্যাম্পের সামনে অবাধে চলছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম বিক্রি

By

Published : Aug 22, 2021, 3:17 PM IST

কুলতলী, 22 অগস্ট:সিনেমার টিকিট ব্ল্যাকের স্টাইলে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পের বাইরে চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিক্রি ! এমনই দৃশ্য ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) কুলতলিতে ।

রাজ্য সরকারের নয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) ফর্ম তুলতে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে গত কয়েকদিন ধরেই জমজমাট ভিড় । কোথাও হচ্ছে কোভিড বিধি লঙ্ঘন । এ সবের মধ্যে বিশেষ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নিয়ে একাধিক দুর্নীতি । দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলিতে দুয়ারে সরকারের ক্যাম্পের সামনে বসে ফর্ম ফিল-আপ করার জন্য প্রকাশ্যে টাকা নেওয়া হচ্ছে । আর ফর্ম বিক্রির ঘটনাটি ঘটেছে কুলতলি বিধানসভা কেন্দ্রের কুন্দখালিতে বিশ্বনাথ বিদ্যালয়ের সামনে । এই কাজ চলছে বেশ রমরমিয়ে ।

আরও পড়ুন:Duare Sarkar : দুয়ারে সরকারে উধাও দূরত্ব বিধি, টাকা নিয়ে ফর্ম ফিলাপে ধৃত 1

মূলত রাজ্য সরকারের নয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল-আপ করার জন্যই এখন বেশি ভিড় জমছে ক্যাম্পগুলোতে । আর গ্রামের মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কারও কাছ থেকে নেওয়া হচ্ছে 10 টাকা, কারও কাছ থেকে 20 কিংবা 30 টাকা । এ ভাবে টাকা নিয়েই ফর্ম ফিল-আপ করছেন এলাকারই কিছু যুবক ।

আরও পড়ুন :Duare sarkar : দুয়ারে সরকার ক্যাম্পে টাকা নিয়ে ফর্ম ফিল আপের অভিযোগ

ক্যামেরার সামনে টাকা নেওয়ার অকপট স্বীকারোক্তি তাঁদের । বলছেন, যে যেমন টাকা দিচ্ছেন তাঁরা তাই নিচ্ছেন ! কেউ আবার বলছেন, সবাই ফর্ম ফিল-আপ করছেন টাকা নিয়ে, দেখাদেখি তিনিও করছেন । যদিও সরকারি ভাবে ক্যাম্পের মধ্যেই সমস্ত ফর্ম ফিল-আপ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । বিষয়টি সংবাদমাধ্যমের কাছে জানতে পেরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল । এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের গ্রেফতার করার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ।

লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিক্রি কুলতলিতে

আরও পড়ুন:Weather update : দক্ষিণবঙ্গে আকাশের মুখভার, বৃষ্টির দাপট অব্যহত উত্তরে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা হতেই জেলায় জেলায় টাকার বিনিময়ে আবেদনপত্র দেওয়ার হিড়িক পড়েছে । বেশ কিছু জায়গায় অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের কাছে টাকার বিনিময়ে প্রকল্পের ফর্ম বিক্রি করা হচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন, শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকে সবাই ফর্ম নেন । অন্য কারও থেকে ফর্ম নেবেন না । পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মও কেউ যাতে নকল না করতে পারে, সে জন্য কড়া পদক্ষেপ করেছে নবান্ন ।

ABOUT THE AUTHOR

...view details