সোনারপুর, 31 অক্টোবর: সোনারপুরের একটি বরফ কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক । গুরুতর অসুস্থ কারখানার এক শ্রমিক ৷ মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ সোনারপুর ব্লকের খেয়াদহ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায় ঘটেছে এই ঘটনা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকতে হয় দমকলবাহিনীকে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভগবানপুর এলাকার একটি বরফ কারখানা থেকে হঠাৎই বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে । গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন কারখানার এক শ্রমিক । অসুস্থ ওই শ্রমিককে উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে ৷ অন্যান্য় শ্রমিকরাই তাঁকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ এখনও তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা ৷ পরিস্থিতি সামলাতে কাজ শুরু করে দমকলের একটি ইঞ্জিন ৷ কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায় ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবার ওই বরফ কারখানায় কাজ শুরু হয়েছিল ।