পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sonarpur Gas Leak Case: সোনারপুরে কারখানায় বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ 1 শ্রমিক - Sonarpur Gas Leak Case

সোনারপুরে বরফ কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক । গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় গোটা এলাকায় ৷

Sonarpur Gas Leak Case
সোনারপুরে কারখানায় বিষাক্ত গ্যাস লিক

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 8:59 PM IST

সোনারপুর, 31 অক্টোবর: সোনারপুরের একটি বরফ কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক । গুরুতর অসুস্থ কারখানার এক শ্রমিক ৷ মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ সোনারপুর ব্লকের খেয়াদহ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায় ঘটেছে এই ঘটনা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকতে হয় দমকলবাহিনীকে ৷

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভগবানপুর এলাকার একটি বরফ কারখানা থেকে হঠাৎই বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে । গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন কারখানার এক শ্রমিক । অসুস্থ ওই শ্রমিককে উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে ৷ অন্যান্য় শ্রমিকরাই তাঁকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ এখনও তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা ৷ পরিস্থিতি সামলাতে কাজ শুরু করে দমকলের একটি ইঞ্জিন ৷ কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায় ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবার ওই বরফ কারখানায় কাজ শুরু হয়েছিল ।

দুপুর পর্যন্ত ঠিকঠাক ভাবেই কাজ চলছিল ৷ কিন্তু তারপরেই ঘটে এই বিপত্তি ৷ কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হতে থাকে । এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন কারখানায় কর্মরত শ্রমিকেরা ৷ বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের জেরে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে । যদিও ঠিক কী কারণে ঘটল এই ঘটনা তা এখনও সামনে আসেনি ৷ তবে এই নিয়ে তদন্ত শুরু করেছেন দমকল বিভাগের আধিকারিকরা ৷

আরও পড়ুন:জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 11 অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট, ভর্ৎসনা সিবিআইকে

গ্যাস লিকের কথা বললেই মনে পড়ে যায় ভোপালের সেই ভয়ংকর দুর্ঘটনার কথা ৷ 1984 সালে কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিকের কারণে মৃত্যু হয় হাজার হাজার মানুষের ৷ মৃতের সংখ্য়া ছাড়িয়েছিল 5000 ৷ সোনারপুরে অবশ্য় পরিস্থিতি ততখানি ভয়ংকর হয়ে উঠেনি ৷ তার আগেই দমকল বিভাগের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

ABOUT THE AUTHOR

...view details