পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিমিকে কিছু বলার নেই, লড়াই তৃণমূলের বিরুদ্ধে : বিকাশ - jadavpur loksabha

আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুরের দুই হেভিওয়েট প্রার্থী তৃণমূলের মিমি চক্রবর্তী এবং CPI(M)-এর বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশরঞ্জন বলেন, "মিমিকে আমার বলার কিছু নেই। ওঁর সঙ্গে আমার কোনও পরিচয় নেই। পরিচয় হলে আমি খুশি হব। আমাদের বন্ধুত্ব হবে। আমার লড়াই ওঁকে যে দল প্রার্থী করেছেন তার বিরুদ্ধে। মিমির বিরুদ্ধে আমার কিছু বলার নেই।"

বিকাশরঞ্জন ভট্টাচার্য

By

Published : Mar 22, 2019, 4:46 AM IST

যাদবপুর, 22 মার্চ : রাজ্যের লোকসভা আসনগুলির মধ্যে যাদবপুর কেন্দ্র একটি উল্লেখযোগ্য আসন। এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা আঠারো লাখ দুই হাজার দুশো চৌত্রিশ জন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে যাদবপুর কেন্দ্রের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। অন্যদিকে তাঁকে টেক্কা দিতে বামেদের তরফে ভোটের ময়দানে CPI(M)-এর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে শেষ হাসি কে হাসবেন তা অবশ্য সময়ই বলবে। রাজ্যে শাসকদলের মূল বিরোধী BJP হলেও যাদবপুর আসনে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী অবশ্যই CPI(M)। এমনই রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের মুখোমুখি হয়েছিল ETV ভারত।

যাদবপুর লোকসভা কেন্দ্র বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে আপনার লড়াই কেমন হবে বলে মনে করেন?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "এক, যাদবপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে আমি মনে করি না। দুই, তৃণমূল যে একটি দুর্নীতিগ্রস্ত দল, একটি স্বৈরাচারী দল এটা বিগত কয়েকবছরে সাধারণ স্কুলের ছেলেমেয়েরাও জেনে গেছে। সে দিক থেকে ওদের কোনও আবেদন মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। সেইজন্য লড়াইটা আমরা খুব যত্নের সঙ্গে করছি। এই লড়াইয়ে আমরা জয়ী হব। এই প্রত্যয় আছে।"

আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন তারকা। কীভাবে নিচ্ছেন তাঁকে?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "এখানে ব্যক্তি কোনও ব্যাপার নয়। আমার, বামফ্রন্টের ও সেইসঙ্গে CPI(M)-এর যুদ্ধ দু'টি দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে। একটা BJP এবং আর একটা তৃণমূল। সুতরাং আমাদের লড়াইটা দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষার পক্ষে। আমরা বিষয়টা সেভাবেই দেখি। আমরা কোনও ব্যক্তি বা কারো সম্পর্কে আলোচনা করি না।"

ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে বারবার আন্দোলন হয়েছিল। আপনিও বহুবার আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন। যারা এই পাওয়ার গ্রিড আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কি আপনাকে সমর্থন করবে? আপনি কি মনে করেন?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "আমি আশা করি যাঁরা লড়াই করেছেন তাঁরা নিঃসন্দেহে আগামী দিনে একটা বড় লড়াইয়ে আমাকে সাহায্য করবেন। এটা আমার বিশ্বাস।"


সাতটা বিধানসভা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র। কোন বিধানসভা থেকে বেশি ভোট পাবেন বলে আপনার মনে হয়?

বিকাশরঞ্জন ভট্টাচার্য-"ভোটের ময়দানে নেমেছি। অনেক নির্বাচনী প্রচার হবে। আগামী দু'মাসের মধ্যে অনেক নতুন নতুন পরিস্থিতি তৈরি হবে। তার উপরে নির্ভর করবে ভোটাররা কাকে ভোট দেবে। এত আগে থেকে এইসব আন্দাজ করা যায় না।"

ভিডিয়োয় শুনুন বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য

কী প্রতিশ্রুতি নিয়ে আপনি ভোটারদের কাছে যাবেন?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "আমার তো একটাই প্রতিশ্রুতি- মানুষের স্বাধীকার। মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানুষের জীবনের নিরাপত্তার জন্য কৃষকদের ন্যূনতম মূল্য, শ্রমিকদের ন্যূনতম বেতন, ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হওয়া। এটাই আমাদের দাবি। এই নিয়েই আমরা যাচ্ছি।"

জেতার জন্য কতটা আশাবাদী আপনি?

বিকাশরঞ্জন ভট্টাচার্য-"পূর্ণ মাত্রায় আশাবাদী।"

গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে এবারের ভোট কেমন হবে বলে আপনি মনে করেন?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "বুথ দখল করা ছাড়া তৃণমূল জিততে পারবে না। তৃণমূল সেটা জানে। সেইজন্য নির্বাচন কমিশন একটা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। কতটা কার্যকরী হবে তা আমি জানি না। তৃণমূল আতঙ্কিত হয়ে রাস্তায় ধরনায় নেমেছে। তৃণমূলের হয়ে নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন এমন কিছু মানুষ ইলেকশন কমিশনের কাছে সওদা করতে গিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটের সময় তাঁদের দেখা যায়নি। তৃণমূল নির্বাচন রিগিং করার ক্ষেত্রে একটা অভিনব পন্থা আবিষ্কার করেছে। যেটা BJP নকল করেছে ত্রিপুরায়। সেইজন্য তারা নির্বিঘ্নে ভোট হওয়াকে ভয় পাচ্ছে। কিন্তু সংবিধান অনুযায়ী যাঁরা দায়িত্বে আছেন তাঁরা যদি নির্বিঘ্নে ভোট করতে না পারেন তাহলে আগামী দিন বড় ভয়াবহ।"

ভোটের লড়াইয়ের দিনগুলি কী ভাবে কাটছে আপনার?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচার করে কাটছে। মানুষের সঙ্গে কথা বলে কাটছে। সভা করে কাটছে।"

সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন ?

বিকাশরঞ্জন ভট্টাচার্য-"এখনও পর্যন্ত সাড়া ভালোই পেয়েছি। সাধারণ মানুষ উচ্ছ্বসিত হয়ে এগিয়ে আসছেন। তাঁরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে কমিউনিস্টদের যে লড়াই তাকে স্মরণ করছেন। বলছেন আপনাদের সমর্থন করব।"

মিমিকে আপনি কোনও বার্তা দিতে চান?

বিকাশরঞ্জন ভট্টাচার্য- "না আমার ওঁকে বলার কিছু নেই। ওঁর সঙ্গে আমার কোনও পরিচয় নেই। পরিচয় হলে আমি খুশি হব। আমাদের বন্ধুত্ব হবে। আমার লড়াই ওঁকে যে দল প্রার্থী করেছেন তার বিরুদ্ধে। মিমির বিরুদ্ধে আমার কিছু বলার নেই।"

ABOUT THE AUTHOR

...view details