ডায়মন্ড হারবার, 18 জুন : দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এল মরশুমের প্রথম ইলিশ ৷ ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মাছের আড়তে এসেছে প্রায় কুড়ি টন ইলিশ মাছ। কিন্তু ইলিশের নেশায় কোরোনাকে ভুললে কি চলে ? তাই তো প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ ৷ ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারের কর্মীদের থার্মাল স্ক্রিনিং করা হয় জেলা প্রশাসনের তরফে ৷ পাশাপাশি বিতরণ করা হয় মাস্ক ।সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পুরো বাজার স্যানিটাইজ়ও করা হয়।
বাজারে এল মরশুমের প্রথম ইলিশ - মরশুমের প্রথম ইলিশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান । বাজারে এল মরশুমের প্রথম ইলিশ । বর্ষার শুরুতেই ইলিশ বাজারে চলে আসায় খুশি ইলিশপ্রেমীরা ।
প্রশাসনিক উদ্যোগে মূলত খোলা হয় নগেন্দ্র বাজার মাছের আড়ত। ডায়মন্ড হারবারে সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান ও দক্ষিণ 24 পরগনা জেলা মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ উমাপদ পুর্কায়েত ও ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা আজ বাজার পরিদর্শন করেন ৷ সেই সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিক শান্তনু সেনও।
গতবার মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে সেভাবে ইলিশ শিকার করতে পারেনি। তবে এবার আবহাওয়া মনোরম থাকায় আগে থেকেই তারা আন্দাজ করেছিল প্রচুর ইলিশ উঠবে। সেই মতো কয়েক হাজার ট্রলার একসঙ্গে মাছ সমুদ্রে পাড়ি দিয়েছিল। এবার প্রত্যাশা মতো মাছ পাওয়ায় খুশি মৎস্যজীবীরা।