পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের অভিযোগ - bishnupur

যুবতির বাড়ির সামনের তেঁতুলগাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অভিযোগ মৃতের পরিবারের ।

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Jun 23, 2019, 2:06 PM IST

বিষ্ণুপুর, 23 জুন : এক যুবতির বাড়ির সামনে তেঁতুলগাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অভিযোগ পরিবারের । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত চণ্ডীগ্রামের ।

মৃত যুবকের নাম অভিষেক মণ্ডল । পাড়ারই এক বিবাহিতা যুবতির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর । অভিষেকের পরিবারের বক্তব্য, ওই যুবতির সঙ্গে অভিষেকের এই সম্পর্ক মেনে নিতে পারেননি তাঁর স্বামী । অভিষেককে নিজের স্ত্রী-র সঙ্গে যোগাযোগ রাখতেও নিষেধ করেছিলেন । এমন কী অভিষেকের বাড়ি গিয়ে তাঁকে খুন করবেন বলেও হুমকি দেন । কিন্তু এত কিছুর পরও যুবতির সঙ্গে যোগাযোগ ছিল অভিষেকের ।

গতরাতে স্থানীয়রা প্রথমে ওই যুবতির বাড়ির সামনের তেঁতুলগাছে অভিষেকের ঝুলন্ত দেহ দেখতে পায় । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পরিবারের লোকজন । দেহ সনাক্ত করে ।

অভিষেকের পরিবারের অভিযোগ, ওই যুবতি ও তাঁর স্বামী মিলেই ঝুলিয়ে দিয়েছেন অভিষেককে । গতরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অভিষেককে মদ্যপান করানোর পর শ্বাসরোধ করে খুন করা হয় । পরে তেঁতুলগাছে ঝুলিয়ে দেওয়া হয় ।

যদিও অভিষেকের সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছেন ওই যুবতি । খুনের অভিযোগ অস্বীকার করেছেন যুবতির স্বামী । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ । অভিষেকের মৃত্যুর নেপথ্যে আসলে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details