বিষ্ণুপুর, ১৯ ফেব্রুয়ারি : বাড়ি থেকে উদ্ধার যুবতির ঝুলন্ত মৃতদেহ। নাম মিতা মান্না অধিকারী (২১)। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পূর্ব বিষ্ণুপুরের।
বিষ্ণুপুরে বাড়ি থেকে উদ্ধার যুবতির ঝুলন্ত মৃতদেহ - police
বাড়ি থেকে উদ্ধার যুবতির ঝুলন্ত মৃতদেহ। নাম মিতা মান্না অধিকারী (২১)
বছরখানেক আগে পাশের পাড়ার কমলেশ মান্নার সঙ্গে বিয়ে হয় মিতার। কমলেশ একটি কারখানায় কাজ করে। বিয়ের কয়েক মাস পর শ্বশুরবাড়িতে থাকা শুরু করে সে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের পারিবারিক বিবাদ চরমে পৌঁছায়। প্রায়ই মিতার সঙ্গে ঝগড়া করত কমলেশ।
গতকাল ঘর থেকে মিতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তির কারণেই এই মৃত্যু কি না তা খতিয়ে দেখা হচ্ছে।