পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি - arrest

জুয়ার ঠেকে সাদা পোশাকে অভিযান পুলিশের ৷ গ্রেফতার ঠেকের মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি ৷ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের বামনখালির চাঁপাতলার ঘটনা ৷

Wb_s24_01_sagar_police_arrest_wbs10024
জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি

By

Published : Apr 23, 2021, 1:10 PM IST

সাগর, 23 এপ্রিল : ফিল্মি কায়দায় জুয়ার ঠেকে অভিযান ৷ বেআইনি ব্য়বসা বন্ধ করতে সাদা পোশাকে ঠেকে পৌঁছে গেলেন স্বয়ং এসডিপিও ৷ হাতেনাতে মিলল সাফল্যও ৷ পাকড়াও হলেন জুয়ার ঠেকের মালিক-সহ বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের বামনখালির চাঁপাতলায় ৷

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই চাঁপাতলায় বেআইনিভাবে জুয়ার ঠেক বসানোর অভিযোগ আসছিল ৷ অভিযুক্ত বমাল ধরতে তাই গোপন অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ ৷ নেতৃত্ব দেন এসডিপিও দীপাঞ্জন চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার রাতে সাগর থানার পুলিশকে নিয়ে এলাকার একটি জুয়ার ঠেকে পৌঁছে যান তিনি ৷ এসডিপিও-সহ পুলিশের সব কর্মী, আধিকারিকরাই ছিলেন সাদা পোশাকে ৷ ফলে প্রথম তাঁদের চিনতেই পারেননি জুয়াড়িরা ৷ এরপরই শুরু হয় ধরপাকড় ৷ রীতিমতো ফিল্মি কায়দায় অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় জুয়ার ঠেকের মালিক শেখ জব্বার-সহ বেশ কয়েকজনকে ৷

আরও পড়ুন :অনলাইন জুয়া নিয়ে আদালতের নোটিস বিরাট-তামান্নাদের

পুলিশ সূত্রে খবর, অতিমারির আবহে বহু মানুষই এখন ঘরবন্দি ৷ একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না অনেকেই ৷ এই সুযোগ কাজে লাগিয়েই গোপনে জুয়ার ঠেক চালাচ্ছিলেন শেখ জব্বার ৷ দিন দিন বাড়ছিল খদ্দের ৷ পুলিশের বক্তব্য়, বেআইনিভাবে জুয়ার ঠেক চালানো অপরাধ তো বটেই ৷ তার থেকেও বড় চিন্তার বিষয় হল, এইসব ঠেক থেকে সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ৷ এই কারণেই দ্রুত ঠেক বন্ধ করতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে হয় পুলিশকে ৷

ABOUT THE AUTHOR

...view details