সুন্দরবন, 26 অক্টোবর : সুন্দরবনের মৎস্যজীবীদের প্রচলিত কথা হল "জলে কুমির ডাঙায় বাঘ" ৷ প্রতিনিয়ত কুমির ও বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেদের নিত্যসঙ্গী। সুন্দরবনের আবার বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃত ওই মৎস্যজীবীর নাম শংকর ভক্ত । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস দ্বীপের কাছে । সুন্দরবনের G-plot এর বাসিন্দা শংকর-সহ মোট সাত জনের একটি দল মাছ ধরতে গিয়েছিল । মঙ্গলবার দুপুরে নৌকার উপর বসে যখন শংকর খাচ্ছিল, তখনই হঠাৎ একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করে।
Sundarbans : সুন্দরবনে বাঘের হানায় মৎস্যজীবীর মৃত্যু - মৎস্যজীবী
গুরুতর আহত অবস্থায় শংকরকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত দিশাহারা পরিবার । আতঙ্কিত অন্যান্য মৎস্যজীবীদের পরিবাররাও ।
সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
সঙ্গী মৎস্যজীবীরা শংকরকে বাঁচাতে লাঠি দিয়ে বাঘের গায়ে আঘাত করতে থাকেন। অবশেষে লাঠির ঘায়ে শংকরকে ছেড়ে জঙ্গলে ফিরে যায় বাঘটি ৷ গুরুতর আহত অবস্থায় শংকরকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত দিশাহারা পরিবার । আজ সকালে তাঁর মৃতদেহ নিয়ে G-plot পৌঁছায় সঙ্গীরা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।