কাকদ্বীপ,19 অগস্ট: মাঝ-সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল মৎস্যজীবীদের একটি ট্রলার (Fishermen Boat Capsizes) ৷ সূত্রের দাবি, উত্তাল সমুদ্রে উলটে যায় এফবি সত্যনারায়ণ নামে ওই ট্রলারটি ৷ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে ৷ স্থানীয় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই ট্রলারটিতে 18 জন মৎস্যজীবী ছিলেন ৷ আপাতত তাঁদের কারও সন্ধান মিলছে না (18 Fishermen Missing) ৷
মৎস্যজীবীদের সংগঠনের তরফ থেকে উপকূল রক্ষীবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ 'কাকদ্বীপ ফিশারম্য়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে উপকূল রক্ষীবাহিনী (Coast Guard) ৷ ঘটনাস্থলে ট্রলার নিয়ে পৌঁছে গিয়েছেন অন্য মৎস্যজীবীরাও ৷
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজন জানিয়েছেন, গত 15 অগস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা ছিল ৷ সেই অনুসারে, 16 অগস্ট মাছ ধরার নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দেন স্থানীয় মৎস্যজীবীরা ৷ তবে, গভীর সমুদ্রের যে অংশে তাঁরা মাছ ধরেন, সেখানে পৌঁছতে অন্তত 24 ঘণ্টা সময় লাগে ৷ এ দিকে, 17 অগস্ট আবার নতুন নির্দেশিকা আসে মৎস্যজীবীদের সংগঠনগুলির কাছে ৷ তাতে জানানো হয়, আবহাওয়ার পরিবর্তনের জেরে আবারও উত্তাল হবে সমুদ্র ৷ তাই নতুন করে ফের কয়েক দিনের জন্য সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷