ফলতা, 29 অক্টোবর: আচমকাই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল প্লাস্টিকের কারখানা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতার ভাতবেরিয়া গ্রামে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে তার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। এই কারখানায় মূলত প্লাস্টিকের চেয়ার তৈরি করা হত বলেই জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যার সময় হঠাৎই কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই ডায়মন্ড হারবারের দমকলকে খবর দেন ৷ কারখানার মধ্যে মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ। কারখানার ভিতর দাহ্য পদার্থ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ডায়মন্ড হারবারের দমকল আধিকারিকরা জানান, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে ৷ কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷