পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুয়ো চিকিৎসক, বিদ্যুতের পোস্টে বেঁধে মার অভিযুক্তকে - fake doctor beaten by mob in Baruipur

পিজি হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ উঠল বারুইপুরে । অভিযুক্তকে বিদ্যুতের পোস্টে বেঁধে ও রাস্তায় ফেলে মারধর করে উত্তেজিত জনতা ।

fake doctor
ভুয়ো চিকিৎসক

By

Published : Jul 2, 2020, 2:37 PM IST

বারুইপুর, 2 জুলাই : ডাক্তারের ভুয়ো পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল ভিন জেলার যুবকের বিরুদ্ধে । বিদ্যুতের পোস্টে বেঁধে ও পরে রাস্তায় ফেলে অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয় । দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানা এলাকার ঘটনা । অভিযোগ, লকডাউনে অসহায় মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা হাতিয়েছে অভিযুক্ত ।

বারুইপুর থানা এলাকার বিড়াল ধামনগর, দীঘির সান ও টংতলা এলাকায় ডাক্তার বলে পরিচয় দিয়ে ভিন জেলার ওই যুবক বহু মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা তুলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা। সৌরভ বিশ্বাস নামে প্রতারণা চক্র চালাচ্ছিল । টংতলার কাছে একটি বাড়িতে বছরখানেক ধরে ঘর ভাড়া নিয়ে একাই থাকত সে ।

প্রতারণার শিকার স্থানীয় গৃহবধূ আরতি নস্করের অভিযোগ, কয়েক মাস ধরে শ্বশুরের চিকিৎসা করাচ্ছিলাম । পিজি হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে ওই যুবক । পাশাপাশি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের চাবি নকল করে আলমারি থেকে সোনার গয়না ও নগদ টাকা হাতানোর অভিযোগ করেছেন গৃহবধূ ।

আশপাশের বেশ কয়েকটি গ্রামেও একই ঘটনার খবর জানতে পেরে ওই যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ জানায় আরতি নস্করের পরিবার । প্রতারণার শিকার বেশ কয়েকজন অভিযুক্তের কাছে পাওনা টাকা ফেরত চাইতেই তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে । এরপরই বুধবার অভিযুক্তকে বিদ্যুতের পোস্টে বেঁধে ও পরে রাস্তায় ফেলে মারধর করে উত্তেজিত জনতা । পরে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে ছেড়ে দেয় মানুষজন । পুলিশ এসে ঘটনাস্থান থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details