পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ডায়মন্ড হারবারে - murder

আজ সকালে ডায়মন্ড হারবারের 13 নম্বর ওয়ার্ডে একটি ড্রেনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল । মৃতের নাম সনাতন হালদার (31) । সে ওই ওয়ার্ডেরই বাসিন্দা বলে জানা গেছে ।

সনাতন হালদার

By

Published : Apr 28, 2019, 5:19 PM IST

ডায়মন্ড হারবার, 28 এপ্রিল : আজ সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল ডায়মন্ড হারবার পুরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় । মৃতের নাম সনাতন হালদার (31) । সে ওই ওয়ার্ডেরই বাসিন্দা বলে জানা গেছে ।

আজ সকালে ডায়মন্ড হারবারের 13 নম্বর ওয়ার্ডে একটি ড্রেনে সনাতনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

পরিবারের দাবি, গত সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সনাতন । তারপর আর বাড়ি ফেরেনি সে । তারপর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে সনাতনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । সনাতনের মৃত্যু নিয়ে পরিবারের তরফে কিছু বলা হয়নি।

মৃতের ভাই রবি হালদার বলেন, "গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে এলে ওকে (সনাতন) একটু চিন্তিত দেখাচ্ছিল । জিজ্ঞাসা করা হলেও ও কিছু বলেনি । তারপর বেরিয়ে যায় ও, আর ফিরে আসেনি । ও একটা সাধারণ ছেলে ছিল । কার উপরে সন্দেহ করব ?"

ABOUT THE AUTHOR

...view details