ডায়মন্ড হারবার, 28 এপ্রিল : আজ সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল ডায়মন্ড হারবার পুরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় । মৃতের নাম সনাতন হালদার (31) । সে ওই ওয়ার্ডেরই বাসিন্দা বলে জানা গেছে ।
আজ সকালে ডায়মন্ড হারবারের 13 নম্বর ওয়ার্ডে একটি ড্রেনে সনাতনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।