পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake CID : সিআইডি অফিসার সেজে আর্থিক প্রতারণা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের - Fake CID : সিআইডি অফিসার সেজে আর্থিক প্রতারণা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের

এবার দক্ষিণ 24 পরগনায় ভুয়ো সিআইডি ৷ এক ব্যক্তিকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার নামে 1 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল সোনারপুরের বাসিন্দা সঞ্জয় সর্দারের নামে ৷ ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন মগরাজপুরের এক বাসিন্দা ৷ তিনি কাকদ্বীপ হাসপাতাল মর্গের অস্থায়ী কর্মী । পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ডায়মন্ড হারবারের ধৃত ভুয়ো সিআইডি ৷
ডায়মন্ড হারবারের ধৃত ভুয়ো সিআইডি ৷

By

Published : Jul 17, 2021, 9:52 AM IST

ডায়মন্ড হারবার, 17 জুলাই : ফের ভুয়ো সিআইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক বলে পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সোনারপুরের এক যুবকের বিরুদ্ধে । প্রতারণার শিকার হয়েছেন ডায়মন্ড হারবারের মগরাজপুরের বাসিন্দা মদন ভুঁইয়া । ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । অভিযুক্ত যুবক সঞ্জয় সর্দার সোনারপুরের বারেন্দ্রপাড়ার বাসিন্দা । এফআইআর দায়ের করেছে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরাজপুরের বাসিন্দা মদন ভুঁইয়া কাকদ্বীপ হাসপাতাল মর্গের অস্থায়ী কর্মী । প্রত্যেক দিন একশো টাকা বেতনে কাজ করেন তিনি । বেশ কিছুদিন আগে তাঁর সঙ্গে সোনারপুরের বাসিন্দা সঞ্জয় নামে এক যুবকের পরিচয় হয় । প্রথম পরিচয়ে নিজেকে সিআইডি অফিসার বলে পরিচয় দেয় সঞ্জয় । মদন মর্গের অস্থায়ী কর্মী একথা জানতে পেরে তাঁকে স্থায়ী কর্মী করে দেওয়ার টোপ দেয় সে । সেই ফাঁদে পা-ও দেন মদন । তাঁর কাছে 1 লক্ষ টাকা দাবি করে সঞ্জয় । স্থায়ী চাকরি হয়ে যাবে এই বিশ্বাসে সঞ্জয়ের হাতে 1 লক্ষ টাকা তুলেও দেন মদন । টাকা হাতিয়ে নিয়েই মদনকে এড়িয়ে যাচ্ছিল সঞ্জয় । যোগাযোগও বন্ধ করে দেয় । যোগাযোগ করলে মদনের সঙ্গে দুর্ব্যবহার করে সঞ্জয় ৷ চাকরির কথা বলতে গেলে গ্রেফতার করার হুমকি দেয় ৷ টাকা ফেরতের কথা চাইলে প্রাণনাশের হুমকিও দেয় ।

শুক্রবার সঞ্জয়ের আসল পরিচয় জানতে পারেন মদন ৷ পরিচিত কিছু লোকের থেকে মদন জানতে পারেন, সিআইডি সেজে আগেও একাধিকবার টাকা হাতিয়েছে সঞ্জয় ৷ মদন বুঝতে পারেন বড়সড় প্রতারণার শিকার হয়েছেন তিনি । এরপরই ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ সেই অভিযোগের ভিত্তিতেই একটি এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : ছিল শ্মশানের ডোম, হয়ে গেল সিবিআই আধিকারিক, চিত্তরঞ্জনে আরেক দেবাঞ্জন

ABOUT THE AUTHOR

...view details