নামখানা, 2 এপ্রিল : স্কুলের মিড-ডে মিল সংক্রান্ত সমস্যার জেরে স্কুল কমিটির সভাপতির সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর (chairman of school committee was slapped by a villager) । জনসম্মুখে হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্কুল কমিটির সভাপতির গালে সপাটে চড় কষালেন এক গ্রামবাসী। ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় নামখানা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে মিড-ডে মিল পরিচালন কমিটি দীর্ঘদিন ধরে কারচুপি (Fraud Of Mid -Day-Meal) করে চলেছে। অনেক সময় মিড-ডে মিলে পোকা চাল, ডাল দেওয়ার পাশাপাশি সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে ওই পরিচালন কমিটির বিরুদ্ধে।
পরে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের নিয়ে একটি আলোচনার মাধ্যমে ওই পরিচালন কমিটিকে স্কুলের মিড ডে মিলের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকেই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কমিটির সভাপতি নিজেদের দায়িত্বে স্কুলের মিড-ডে মিল চালিয়ে আসছেন। হঠাৎ করে এদিন কিছু অভিভাবকদের কাছে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে খবর যায়, তাঁরা যেন স্কুলে এসে একটি স্বাক্ষর করে যান।