পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে রাস্তার পাশে বস্তার মধ্যে পড়ে তাজা বোমা উদ্ধার, তদন্তে কাশীপুর থানার পুলিশ - তদন্তে কাশীপুর থানার পুলিশ

Bomb Recovered in Bhangar: দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনপুর বাবুজান পাড়া থেকে মঙ্গলবার সকালে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ কাশীপুর থানার পুলিশ বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

Bomb Recovered in Bhangar
Bomb Recovered in Bhangar

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 2:20 PM IST

ভাঙড়, 12 ডিসেম্বর: সাতসকালে তাজা বোমা উদ্ধার হল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ স্থানীয় কাশীপুর থানা এলাকায় মঙ্গলবার সকালে বোমাগুলি উদ্ধার হয় ৷ রাস্তার পাশে জঙ্গলের মধ্যে একটি বস্তায় বোমাগুলি রাখা ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে বস্তা থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে ৷ পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় ৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কে বা কারা বোমাগুলি ফেলে গেল, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ৷ তাই এখনই পুলিশের কোনও আধিকারিক এই নিয়ে মুখ খুলতে নারাজ ৷ কয়েকমাস পরই লোকসভা নির্বাচন ৷ তার আগে এলাকায় বোমা মজুত হচ্ছে কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরার সময় সোনপুর বাবুজান পাড়ায় বেশ কয়েকজন এলাকাবাসী জঙ্গলে বস্তা দেখতে পান । কৌতূহলবশত বস্তাটি কিভাবে এই জঙ্গলে এসেছে, তা দেখতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পান বস্তার মধ্যে রয়েছে তাজা বোমা ।

তবে বোমা উদ্ধার ভাঙড়ে নতুন নয় ৷ এর আগে বহুবার দক্ষিণ 24 পরগনার ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ বিভিন্ন সময় বোমাবাজির খবরও ভাঙড় থেকে পাওয়া যায় ৷ বিশেষ নির্বাচনী সময়ে যখন সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয় ৷

মাস কয়েক আগে পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে এমন পরিস্থিতির তৈরি হয়েছিল ৷ মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত, বারবার হিংসা ছড়িয়েছে ওই এলাকায় ৷ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বোমাবাজিও হয়েছে ব্যাপকভাবে ৷ ভোট মিটে যাওয়ার পর থেকে আপাত শান্ত রয়েছে ওই এলাকা ৷

মাস তিনেকের মধ্যে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে ৷ প্রশ্ন উঠছে, সেই সময়ও কি ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়াবে ? সেই প্রস্তুতিই কি নেওয়া শুরু করেছে দুষ্কৃতীরা ? এ দিনের বোমা উদ্ধারের ঘটনা কি সেই দিকেই ইঙ্গিত করছে ? পুলিশি তদন্তে এই প্রশ্নের উত্তর মিলবে বলেই আশা স্থানীয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন:

  1. আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক, গ্রেফতার 1
  2. মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত ভাঙড়, মুড়ি-মুড়কির মতো ফাটল বোমা
  3. ভাঙড়ে বোমাবাজি, জখম পাঁচ আইএসএফ কর্মী

ABOUT THE AUTHOR

...view details