পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিং-এ BJP করার অপরাধে মারধর, অভিযুক্ত তৃণমূল - BJP কর্মীকে মারধর

BJP করার অপরাধে ক্যানিং-এ মারধর । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনায় জখম এক মহিলা সহ তিন BJP কর্মী । তৃণমূলের অবশ্য বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ।

BJP করার অপরাধে মারধর

By

Published : Jun 9, 2019, 11:05 PM IST

ক্যানিং, 9 জুন : ক্যানিংয়ে BJP করার অপরাধে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । জখম এক মহিলা-সহ তিন BJP কর্মী ।

লোকসভা ভোটে BJP-র হয়ে প্রচার করেছেন আবদুল আলি ঘরামি ও তাঁর পরিবার । কিন্তু জয়নগর লোকসভা আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল । অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকার স্থানীয় তৃণমূল নেতা রফিক মোল্লা ও তাঁর অনুগামীরা ওই BJP কর্মীকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন । আজ সন্ধ্যায় হঠাৎই তাঁরা আবদুলের বাড়িতে চড়াও হন । লাঠি দিয়ে মারধর করা হয় । সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । মাথা ফেটে যায় আবদুলের । গুরুতর জখম হন এক মহিলা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ । BJP-র অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি চলছে ।

তবে তৃণমূলের বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।

ABOUT THE AUTHOR

...view details