কাকদ্বীপ, 1 এপ্রিল : সিপিআইএম কর্মীদের টাকা দিয়ে এজেন্ট বানিয়ছে বিজেপি ৷ আজ নিজের ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে এই অভিযোগ করলেন মন্টুরাম পাখিরা ৷ তিনি কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ 159 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
আজ বিকালে ভোট দেন মন্টুরাম। লম্বা লাইন দেখে সাধারণ ভোটারদের সঙ্গে নিজেই লাইনে দাঁড়িয়ে পড়েন। ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "সিপিআইএমের কর্মীদের টাকা দিয়ে বিজেপি এজেন্ট করেছে।"