পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা নিয়ে সিপিআইএম কর্মীরা বিজেপির এজেন্ট হয়েছেন, অভিযোগ মন্টুরাম পাখিরার - কাকদ্বীপ

লম্বা লাইন দেখে সাধারণ ভোটারদের সঙ্গে নিজেই লাইনে দাঁড়িয়ে পড়েন কাকদ্বীপের তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্টুরাম পাখিরা। ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "সিপিআইএমের কর্মীদের টাকা দিয়ে বিজেপি এজেন্ট করেছে।"

Manturam
ভোটের লাইনে মণ্টুরাম পাখিরা

By

Published : Apr 1, 2021, 6:41 PM IST

কাকদ্বীপ, 1 এপ্রিল : সিপিআইএম কর্মীদের টাকা দিয়ে এজেন্ট বানিয়ছে বিজেপি ৷ আজ নিজের ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে এই অভিযোগ করলেন মন্টুরাম পাখিরা ৷ তিনি কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ 159 নম্বর বুথে ভোট দেন তিনি ৷

আজ বিকালে ভোট দেন মন্টুরাম। লম্বা লাইন দেখে সাধারণ ভোটারদের সঙ্গে নিজেই লাইনে দাঁড়িয়ে পড়েন। ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "সিপিআইএমের কর্মীদের টাকা দিয়ে বিজেপি এজেন্ট করেছে।"

মণ্টুরাম পাখিরার বক্তব্য়

আরও পড়ুন-বয়ালে ক্ষুব্ধ মমতার নিশানায় মোদি-অমিত-কমিশন

তিনি জানান, কাকদ্বীপ বিধানসভার সব বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। অভিযোগ, রাতের অন্ধকারে সিপিআইএম কর্মীদের প্রচুর টাকা দিয়েছে বিজেপি ৷ এবং তাঁদের এজেন্ট করা হয়েছে ৷

এর পরেই তিনি জানান, কাকদ্বীপ বিধানসভাজুড়ে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। কোথাও কোনরকম অশান্তি নেই। এলাকায় বিজেপির সংগঠনের অবস্থা খুব খারাপ বলে তিনি দাবি করেন। নিজের জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details