বারুইপুর ,8 ফেব্রুয়ারি : পাইপগান এবং চার রাউন্ড তাজা কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বারুইপুর পুলিশ ৷ ধৃতের নাম সেলিম দর্জি ৷ বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ যৌথ অভিযান চালায় ৷ বকুলতলার মনির তট এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয় ৷
বন্দুক ও কার্তুজ সহ গ্রেপ্তার বারুইপুরে - কার্তুজ উদ্ধার
চার বছর আগে জয়নগর থানার একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ডাকাতি করেছিল সেলিম । সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছিল । তারপর জামিনে ছাড়া পায় ৷ কিন্তু, রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেআইনি অস্ত্র ব্যবসা করছিল বলে অভিযোগ ।
কার্তুজসহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী
চার বছর আগে জয়নগর থানার একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ডাকাতি করেছিল সেলিম । সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছিল । তারপর জামিনে ছাড়া পায় ৷ কিন্তু, রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেআইনি অস্ত্র ব্যবসা করছিল বলে অভিযোগ ।
সেলিমের বাড়িতে হানা দেয় পুলিশ । বাড়ি থেকে তিনটি বন্দুক, চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয় । গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে । বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।