নরেন্দ্রপুর, ১৯ ফেব্রুয়ারি : প্রথমবর্ষের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি গড়িয়ার পাঁচপোতার সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের। অভিযুক্তের নাম দেবাংশু রায়চৌধুরি। এই ঘটনায় গতরাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে দুই ছাত্রী।
ছাত্রীদের হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, অধ্যাপকের বিরুদ্ধে FIR - police
প্র্রথমবর্ষের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে দুই ছাত্রী।
ছবিটি প্রতীকী
অভিযোগ, ওই অধ্যাপক হোয়াটসঅ্যাপে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাতেন। বিভিন্ন জায়গায় রাত কাটাতে যাওয়ারও প্রস্তাব দিতেন। হোয়াটসঅ্যাপে নিজের গোপনাঙ্গের ছবিও পাঠাতেন বলে অভিযোগ। এই ঘটনায় গতকাল থেকেই উত্তপ্ত কলেজ চত্বর। ছাত্রছাত্রীদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় কলেজ কর্তৃপক্ষের। তবে এখনও কোনও সমাধান মেলেনি।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মুখ খুলতে রাজি হয়নি।