পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujoy Krishna Bhadra: আমার 200 কোটি থাকলে আপনার কী, মেজাজ হারিয়ে পালটা প্রশ্ন কালীঘাটের কাকুর - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

শনিবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ৷ সেখানে তিনি মেজাজ হারান ৷ পালটা প্রশ্ন তোলেন, আমার 200 কোটি থাকলে আপনার কী ?

Sujoy Krishna Bhadra
Sujoy Krishna Bhadra

By

Published : Jun 10, 2023, 7:35 PM IST

জোকা ইএসআই হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু

জোকা (দক্ষিণ 24 পরগনা), 10 জুন: প্রশ্ন ছিল ছ’টি সংস্থায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিনিয়োগ নিয়ে ৷ ওই সংস্থাগুলিতে 20-22 কোটি টাকা বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, তার সত্যতাই শনিবার জানতে চাওয়া হয় কালীঘাটের কাকুর কাছে ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া এই ব্যক্তি উত্তর তো দিলেনই না ৷ বরং পালটা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘‘তাতে আপনার কী ?’’ প্রশ্নকর্তার মুখে 20-22 কোটি টাকার কথা শুনে কালীঘাটের কাকুর মুখে শোনা গেল 200 কোটি টাকার কথা ৷ বললেন, ‘‘আমার 200 কোটি থাকতে পারে ।’’

দিন কয়েক আগে নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এখন তিনি ইডির হেফাজতেই রয়েছেন ৷ শনিবার তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনার জোকা ইএসআই হাসপাতালে ৷ সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তাঁর ৷ ইডির গাড়ি থেকে নেমে হাসপাতালে যাওয়ার সময় তিনি মুখে কুলুপ এঁটেছিলেন ৷ একটিও প্রশ্নের উত্তর দেননি ৷

কিন্তু বের হওয়ার সময়ই একাধিক মন্তব্য, পালটা প্রশ্ন ছুঁড়ে দিতে দেখা যায় তাঁকে ৷ প্রথমে তাঁকে প্রশ্ন করা হয় ছ’টা কোম্পানিতে 20 থেকে 22 কোটি টাকা বিনিয়োগ নিয়ে কী বলবেন ? প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘‘তাতে আপনার কী ?’’ ফের তাঁকে প্রশ্ন করা হয়, এতে কি নিয়োগ দুর্নীতির টাকা রয়েছে ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘কোনও টাকা নেই । 2008 সাল থেকে কাজ করছি ৷ সমস্ত ডকুমেন্টস দেওয়া রয়েছে ।’’

এর পরই কালীঘাটের কাকুর মুখে শোনা যায় 200 কোটি টাকার কথা ৷ তিনি বলেন, ‘‘আমার 200 কোটি থাকতে পারে । আদানি আম্বানিদের কি টাকা নেই ?’’ একই সঙ্গে দাবি করেন যে তিনি এই দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত নন ।

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে এবার তলব করেছে ইডি ৷ এই নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের বক্তব্য, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, তাতে কোনও লাভ হবে না ।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘রাহুল বেরা আমার নাম নিচ্ছে, তাতে কোনও লাভ হবে না ৷ আমার নাম নিচ্ছে নিতে দিন ।’’

আরও পড়ুন:কালীঘাটের কাকুর বয়ান মিলিয়ে রুজিরাকে প্রশ্ন করতে পারে ইডি

ABOUT THE AUTHOR

...view details