ডায়মন্ড হারবার, 28 জানুয়ারি: বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, এবার সেই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের শাসকদলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Reaction on Cheque Controversy) ৷ আর তাতে শুরুতেই শুভেন্দু অধিকারী তথা বিরোধী রাজনৈতিক শিবিরকে (মূলত বিজেপি) পালটা চাপ দেওয়ার পথে হাঁটলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' ৷ অভিষেকের প্রশ্ন, "নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে, স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার কি তাহলে কোনও অপরাধ করেছে ? এটা কি সরকারের উচিত হয়নি ?"
বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে যে অর্থসাহায্য করা হয়েছে, সেই টাকা মিড-ডে মিলের জন্য বরাদ্দ তহবিল থেকে বেআইনিভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বিষয়টি নিয়ে শনিবার একের পর এক টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, রাজ্যের সরকারকে বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় কেন্দ্র ৷ কিন্তু, রাজ্য সরকার বেআইনিভাবে সেই টাকা অন্য কাজে খরচ করে ৷ যা আদতে অর্থনৈতিক অপরাধ ! এই প্রেক্ষাপটে বগটুইয়ে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ শুভেন্দু অধিকারী এই ঘটনাকে রাজ্যের টাকা নয়ছয় করার প্রমাণ হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷
আরও পড়ুন:মিড-ডে মিলের টাকায় বগটুইয়ে ক্ষতিপূরণ ! অস্বীকার ফিরহাদের