পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুন্দরবনে সাধারণ রোগীদের প্রয়োজনীয় ওষুধের জোগান দেবে স্বেচ্ছাসেবী সংগঠন - a NGO will provide necessary medicines to the patients in the Sundarban

সুন্দরবনবাসীর কাছে সঠিক সময়ে চিকিৎসা পাওয়াটা কার্যত বিলাসিতা ৷ এবার সাধারণ রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়াল একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷

সুন্দরবনে সাধারণ রোগীদের প্রয়োজনীয় ওষুধের জোগান দেবে স্বেচ্ছাসেবী সংগঠন
সুন্দরবনে সাধারণ রোগীদের প্রয়োজনীয় ওষুধের জোগান দেবে স্বেচ্ছাসেবী সংগঠন

By

Published : May 17, 2021, 10:22 PM IST

গোসাবা, 17 মে : রাজ্যে করোনার চোখ রাঙানিতে ত্রাহি ত্রাহি রব ৷ হাসপাতালে পর্যাপ্ত শয্যা নেই ৷ নিত্যদিন অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে করোনায় আক্রান্তরা ৷ তার মাঝে সাধারণ রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সুন্দরবনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গোসোবার পাখিরালা, দয়াপুর ও বালি সহ বিভিন্ন জায়গায় রোগীদের জরুরী পরিষেবা দেবে তারা ৷

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সঠিক সময়ে চিকিৎসা পাওয়াটা কার্যত বিলাসিতা সুন্দরবনবাসীর কাছে ৷ তার উপর এখন কোভিড মরশুম ৷ এই পরিস্থিতে চিকিৎসার জন্য বেশ বেগ পেতে হচ্ছে তাঁদের ৷ তাঁদের চিকিৎসা পরিষেবা নিতে আসতে হয় গোসাবা গ্রামীণ হাসপাতাল অথবা ক্যানিং মহকুমা হাসপাতালে। এবার এই পরিস্থিতিতে তাঁদের সাহাযার্থে এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷ তাঁদের প্রয়োজনে অক্সিজেন কনসেনট্রেটরও যেমন দেওয়া হবে তেমনই প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে ৷

সুন্দরবনে সাধারণ রোগীদের প্রয়োজনীয় ওষুধের জোগান দেবে স্বেচ্ছাসেবী সংগঠন

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্যের বিভিন্ন এলাকায় দুঃস্থদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ৷ বারবার এই ঘটনার মাধ্যেমে এখনও যে মনুষ্যত্ব হারিয়ে যায়নি, তাই প্রকাশ পাচ্ছে ৷

আরও পড়ুন :ফিরহাদ-সুব্রত-শোভন-মদনদের জামিন মঞ্জুর

ABOUT THE AUTHOR

...view details