বিদ্যাধরপুর, 1 ডিসেম্বর : বিদ্যাধরপুর প্ল্যাটফর্মে অ্যাসিড হামলার ঘটনায় আহত মোট তিনজন ৷ এর মধ্যে এক হকার গুরুতর আহত হন ৷ তাঁর নাম বিশ্বনাথ মন্ডল। গুরুতর আহত অবস্থায় ওই হকার যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে কলকাতার MR বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি দুই জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷
বিদ্যাধরপুর স্টেশনে অ্যাসিড হামলায় গুরুতর জখম এক হকার - অ্যাসিড হামলা
চলন্ত ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে অ্যাসিড হামলা চালাল এক দুষ্কৃতী ৷ এই ঘটনায় গুরুতর আহত হন এক হকার ৷ পাশাপাশি এক কিশোর ও এক যুবকও সামান্য আহত হয় ৷ আহত হকারকে M R বাঙ্গুর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বিদ্যাধরপুর 2 নম্বর প্ল্যাটফর্মে ৷
বেলা তখন বেলা প্রায় 12টা ৷ শিয়ালদহ- ক্যানিং প্যাসেঞ্জার বিদ্যাধরপুর স্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেন থেকে নেমে এক দুষ্কৃতী এক হকারের উপর অ্যাসিড হামলা চালায় ৷ পুলিশের সামনেই ওই দুষ্কৃতী অ্যাসিড হামলা চালিয়ে আবার চলন্ত ট্রেনে উঠে পড়ে ৷ পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকেই হকারের উপর অ্যাসিড হামলা চালানো হয়েছে ৷ এই ঘটনায় আহত মোট তিনজন ৷ অ্যাসিড ছুড়ে মারার ফলে হকারের পাশাপাশি এক কিশোর ও এক যুবকও আহত হয় ৷ কিশোরের নাম শুভঙ্কর হালদার ৷ আহত অন্য যুবকের নাম অপূর্ব নস্কর। এই ঘটনায় প্ল্যাটফর্মে থাকা একটি গাছও ঝলসে গিয়েছে ৷ দুপুর 12টা নাগাদ বিদ্যাধরপুরের 2 নম্বর প্লাটফর্মে এই ঘটনা ঘটে। এক দুষ্কৃতী মাস্ক পরা অবস্থায় চলন্ত ট্রেন থেকে নেমে এই হামলা চালায় বলে তাঁকে চিহ্ণিত করা যায়নি ৷ স্থানীয় প্রত্যক্ষদর্শী সমর শুন দুষ্কৃতীর কঠোর শাস্তি দাবি করে বলেন," অ্যাসিড হামলায় হকারের চোখদুটো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আমরা কয়েক বালতি জল ঢেলে তবে তাকে কিছুটা সুস্থ করে তুলি ৷"
ঘটনাস্থানে যায় সোনারপুর GRP ৷ এমনকি RPF আধিকারিকরাও ঘটনাস্থান পরিদর্শন করেন ৷ তদন্ত শুরু করেছে পুলিশ।