বাসন্তী , 12 সেপ্টেম্বর : খেলতে গিয়ে কয়েন আটকে গেল শিশুর গলায় ৷ ঘটনাটি বাসন্তী থানার 4 নং ভরতগড় এলাকার ৷ শিশুটির নাম জয় পিয়াদা (4) ৷ বর্তমানে সে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷
খেলতে গিয়ে শিশুর গলায় আটকাল কয়েন - ক্যানিং মহকুমা হাসপাতাল
দাদার সঙ্গে খেলা করছিল বছর চারেকের জয় ৷ তখনই একটি কয়েন মুখে ভরে সে ৷ এরপর সেটি আটকে যায় তার গলায় ৷ বর্তমানে চিকিৎসার জন্য তাকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ঘটনার পর থেকে উদ্বেগে রয়েছে গোটা পরিবার ।
ভরতগড় এলাকার বাসিন্দা সনাতন পিয়াদার দুই ছেলে দেবা ও জয় ৷ মঙ্গলবার সন্ধেয় দাদা দেবার সঙ্গে খেলা করছিল জয় ৷ সেই সময় একটি কয়েন মুখের মধ্যে ভরে সে । কয়েনটি তার গলার মধ্যে ঢুকে আটকে যায় । তখন জয়ের চিৎকারে তার পরিবার তাকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তার গলায় আটকে থাকা কয়েনের উপস্থিতি নিশ্চিত করতে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ক্যানিং মহকুমা হাসপাতালে এক্স-রে করে দেখা যায় যে তার গলার ভিতর কয়েনটি আটকে আছে । সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে পাঠানো হয় কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
ঘটনার পর থেকেই ওই শিশু ধীরে ধীরে কথা বলার শক্তি হারিয়ে ফেলছে ৷ বর্তমানে তার চিকিৎসা চলছে । ঘটনার পর থেকে উদ্বেগে গোটা পরিবার ।