নরেন্দ্রপুর, 26 অগাস্ট : নরেন্দ্রপুরে সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃত ওই তিন ব্যক্তির নাম সঞ্জিত মণ্ডল, প্রবীর ঘোষ, সুমন দাস ৷ আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে ৷
নরেন্দ্রপুরে সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় গ্রেপ্তার 3 - নরেন্দ্রপুর
বৃহস্পতিবার রাতে পূর্ব নবগ্রাম এক বন্দির পরিবারের সদস্যদের নেটিশ দিতে গেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ । সেই সময় কয়েকজন দুষ্কৃতী দুই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷এই ঘটনায় আজ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷
বৃহস্পতিবার রাতে পূর্ব নবগ্রামে মৃত বন্দীর পরিবারের সদস্যদের নেটিশ দিতে গেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ । সেই সময় কয়েকজন দুষ্কৃতী দুই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ জখম দুই সিভিক ভলেন্টিয়ার নাম নাসির আলি গাজি ও মন্টু গাজি ৷ দু'জনেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের মারধরের পাশাপাশি পুলিশের একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয় ।
দু'দিন আগে বারুইপুর সংশোধনাগারে মৃত্যু হয় কাজল দে নামে এক বন্দীর । দেহের ময়নাতদন্তের জন্য পরিবার কোনও উদ্যোগ না নেওয়ায় বৃহস্পতিবার পুলিশ বাড়িতে নোটিশ দিতে যায় । পুলিশকর্মীরা বাড়ির ভেতরে যান । দুই সিভিক ভলান্টিয়ার বাড়ির বাইরেই দাঁড়িয়ে ছিলেন । সেসময় বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় ।
এই ঘটনায় আজ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷