পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 2000 জনের - basanti

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রায় দু'হাজার কর্মী-সমর্থক । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জয় বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ

By

Published : Jul 10, 2019, 12:57 AM IST

বাসন্তী, 10 জুলাই : বাসন্তীতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রায় দু'হাজার কর্মী-সমর্থক । গতকাল তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

ভিডিয়োয় দেখুন

জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও BJP-র দলীয় সভায় গতকাল উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা পূর্ব জেলার সভাপতি সুনিপ দাস, অমৃতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । BJP-র দাবি, প্রায় দু'হাজার কর্মী সমর্থক BJP-তে যোগ দেন ।

জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP-তে আসুন, মোদিজির কাজের শরিক হন । কারণ, মোদিজিই পারেন দেশের উন্নয়ন করতে । তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ভরে গেছে । তাই ওদের জাহাজ ডুবতে বসেছে । কাটমানি খেয়েছে আর মানুষকে শোষণ করেছে ওরা ।"

ABOUT THE AUTHOR

...view details