কোচবিহার, 30 মে : শীতলকুচি বিধানসভার খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরিদর্শন করলেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ৷ বিশ্ববিদ্যালয়ের এই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরির দাবি দীর্ঘদিনের । সেই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করেছিলেন ।
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে পরেশ
বৃহস্পতিবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাসভবনে একটি বৈঠক করেন পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্পাদক তথা গবেষক গিরিন্দ্রনাথ বর্মণ । মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তিনি খলিসামারি পরিদর্শনে যাবেন । সেই মতো রবিবার পরেশচন্দ্র অধিকারী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরিদর্শনে যান ।
দ্বিতীয় ক্যাম্পাসে দ্রুত তৈরির বিষয়ে বৃহস্পতিবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাসভবনে একটি বৈঠক করেন পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্পাদক তথা গবেষক গিরিন্দ্রনাথ বর্মণ । মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তিনি খলিসামারি পরিদর্শনে যাবেন । সেই মতো রবিবার পরেশচন্দ্র অধিকারী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরিদর্শনে যান ।
মন্ত্রী বলেন, "পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন । আমি সমস্ত বিষয় খতিয়ে দেখে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা করব ।"